গত মৌসুমে এফএ কাপের শিরোপা জিতে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারলো না তারা। শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী দলটিকে। ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল ম্যানইউর।
পঞ্চম রাউন্ডের এই লড়াইয়ে ম্যানইউ একের পর এক আক্রমণ করেও ফুলহ্যামের রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ফুলহ্যামের ক্যালভিন বাসি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৭১ মিনিটে ব্রুনো ফের্নান্দেস গোল করে সমতা ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।
অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম তিনটি শট দুই দলই জালে পাঠালেও ম্যানইউর চতুর্থ ও পঞ্চম শট নেওয়া ভিক্টর লিন্ডেলফ ও জোশুয়া জির্কজির প্রচেষ্টা লেনো ঠেকিয়ে দেন। অন্যদিকে, ফুলহ্যামের চতুর্থ শট থেকেই আসে জয়সূচক গোল।
এই জয়ের মাধ্যমে ফুলহ্যাম উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তারা মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি খেলবে বোর্নমাউথের মাঠে, ব্রাইটনের প্রতিপক্ষ হবে নটিংহ্যাম ফরেস্ট বা ইপসউইচ টাউন, আর অ্যাস্টন ভিলার বিপক্ষে নামবে প্রেস্টন নর্থ এন্ড। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এফএ ক প
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়ন ম্যানইউর বিদায়, শেষ আটে ফুলহ্যাম ও ব্রাইটন
ইংলিশ ‘এফএ’ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবার শেষ ষোলো থেকেই বিদায় নিলো। রোববার (০২ মার্চ, ২০২৫) রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে তাদের টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফুলহ্যাম। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল।
ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে (৪৫+১ মি.) কালভিন বাসের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। তবে ৭১ মিনিটে ম্যানইউর ব্রুনো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা। সেই সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ১-১ গোলের সমতা ভাঙে না। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং সেই ভাগ্য পরীক্ষায় হেরে যায় রেড ডেভিলসরা।
এদিনে নিউক্যাসলকে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাইটন। দুই লাল কার্ডের নাটকীয় ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে আলেক্সান্ডার ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। তবে ৪৪ মিনিটে ইয়ানকুবা মিনতেহর গোলে সমতা ফেরায় ব্রাইটন। সেই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১৪ মিনিটের মাথায় ড্যানি ওয়েলবেক গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন ব্রাইটনের শেষ আটও।
আরো পড়ুন:
পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি
ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল
ম্যাচের ৮৩ মিনিটে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন ও ৯০+১ মিনিটে ব্রাইটনের তারিক লাম্পতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দল দুটি দশজন নিয়েই খেলে। সেখানে উতরে যায় ব্রাইটন।
ঢাকা/আমিনুল