গত মৌসুমে এফএ কাপের শিরোপা জিতে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারলো না তারা। শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী দলটিকে। ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল ম্যানইউর।
পঞ্চম রাউন্ডের এই লড়াইয়ে ম্যানইউ একের পর এক আক্রমণ করেও ফুলহ্যামের রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ফুলহ্যামের ক্যালভিন বাসি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৭১ মিনিটে ব্রুনো ফের্নান্দেস গোল করে সমতা ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।
অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম তিনটি শট দুই দলই জালে পাঠালেও ম্যানইউর চতুর্থ ও পঞ্চম শট নেওয়া ভিক্টর লিন্ডেলফ ও জোশুয়া জির্কজির প্রচেষ্টা লেনো ঠেকিয়ে দেন। অন্যদিকে, ফুলহ্যামের চতুর্থ শট থেকেই আসে জয়সূচক গোল।
এই জয়ের মাধ্যমে ফুলহ্যাম উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তারা মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি খেলবে বোর্নমাউথের মাঠে, ব্রাইটনের প্রতিপক্ষ হবে নটিংহ্যাম ফরেস্ট বা ইপসউইচ টাউন, আর অ্যাস্টন ভিলার বিপক্ষে নামবে প্রেস্টন নর্থ এন্ড। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এফএ ক প
এছাড়াও পড়ুন:
বিয়ের ৮ বছর পর সাগরিকা-জহিরের ঘরে এলো নতুন অতিথি
বিয়ের ৮ বছর সন্তানের মা-বাবা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগ ও ক্রিকেটার জহির খান। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তারা।
আজ দুপুরে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’
View this post on InstagramA post shared by Sagarika Z Ghatge (@sagarikaghatge)
এই দম্পতির মা-বাবা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।
ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।