স্ট্রোক করলে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছিল হাসপাতালে, ট্রাকের সঙ্গে সংঘর্ষে রোগীসহ নিহত ৩
Published: 3rd, March 2025 GMT
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে জেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী স্ট্রোক করলে সোমবার ভোরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং তিনজন আহত হন।
ওসি বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ত নজন
এছাড়াও পড়ুন:
কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের লাশ উদ্ধার
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে রাহাত (১২) নামে এক ক্ষুদে ক্রিকেটারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নদীতে থেকে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর ১টায় স্কুল ছুটির পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রাহাত বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে। সে চট্টগ্রামের সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো।
চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত। স্কুল ছুটির পর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছিল। বুধবার মরদেহটি কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।