চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এমনকি আল হিলালে যোগ দেওয়ার পর দলটির হয়ে দেড় বছরে খেলতে পেরেছিলেন মাত্র ৭ ম্যাচ। শেষ পর্যন্ত আল হিলাল তাঁকে ছেড়ে দিলে নেইমার ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে

ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঠে নেমে এক মাসের মধ্যে ৭ ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর।
যার মধ্যে ৬টিতে তিনি একাদশে থেকে শুরু করেন, অন্যটিতে নামেন বদলি

একাদশে থাকা ৬ ম্যাচের ৪টিতেই আবার ম্যাচসেরাও হয়েছেন নেইমার। যার সর্বশেষ ম্যাচটি ছিল আজ সকালে ব্রাগান্তিনোর বিপক্ষে। ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে সান্তোস জিতেছে ২–০ গোলে। দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। অন্য গোলটি জোয়াও শামিথের।

আরও পড়ুন৫০০ দিন পর পুরো ৯০ মিনিট খেলে নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভিলা বেলমিরোতে নেইমার সান্তোসকে এগিয়ে দেন ম্যাচের ৯ মিনিটে। আগের ম্যাচে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোল করা নেইমার এবারের গোলটি করেছেন সরাসরি ফ্রি–কিক থেকে। ডান প্রান্তে প্রতিপক্ষ বক্সের বাইরে ফ্রি–কিক পায় সান্তোস। আর স্পট কিক থেকে সরাসরি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এটি সান্তোসের হয়ে নেইমারের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় গোল। এ ছাড়া আরও তিন গোলে সহায়তাও করেছেন তিনি।

লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের কাছে এমন দুর্দান্তভাবে ফেরাটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। আজ ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের একাধিক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’

নেইমার এই স্বপ্নের ঘোরে কত দিন থাকতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টেকনাফে মুরগির টাকা নিয়ে বিরোধ, হামলায় ক্রেতা নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার মুরগি বিক্রির বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত দিলদার মিয়া (৪৮) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি মনিরঘোনা স্টেশনে মুরগির ব্যবসা করতেন।

আরো পড়ুন:

খাগড়াছড়িতে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি, গৃহবধূ নিহত

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত নারীর পরিচয় মিলেছে 

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন জানান, কিছুদিন আগে একই এলাকার আবুল হাশেমের ছেলে আব্দুল হাকিম দিলদার মিয়ার দোকান থেকে বাকিতে মুরগি কেনেন। দিলদার মিয়া পাওনা টাকা আদায়ের জন্য কয়েকবার তাগাদা দিলেও আব্দুল হাকিম টাকা পরিশোধ করেননি।

সোমবার দুপুরে মনিরঘোনা মসজিদের সামনে আবারো পাওনা চাওয়াকে কেন্দ্র করে দিলদার মিয়া ও আব্দুল হাকিমের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল হাকিম ও তার সঙ্গে থাকা লোকজন মিলে দিলদার মিয়াকে মারধর শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার পালংখালী স্টেশনের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন আরো জানান, ঘটনার পর থেকে আব্দুল হাকিমসহ অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ