সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মালিকানায় থাকা সিটিজেনস ব্যাংককে ঢেলে সাজানো শুরু করেছে নতুন পরিচালনা পর্ষদ। ইতিমধ্যে ব্যাংকটিতে দুজন নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই দুজন ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

এ ছাড়া সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাসুমেরও মেয়াদ শেষ হয়েছে। তাঁর স্থলে ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনকে এমডি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এই নিয়োগ চূড়ান্ত করা হবে।

জানা যায়, সিটিজেনস ব্যাংকের বর্তমান পর্ষদ এটিকে ব্যাংক এশিয়ার আদলে করপোরেট মডেলে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। সেই কারণে শীর্ষ পর্যায়ে ব্যাংক এশিয়া থেকে সবচেয়ে বেশি লোক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের পঞ্চম প্রজন্মের ব্যাংকটি ২০২০ সালে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পায়। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। তিনি মারা যাওয়ার পর আনিসুল হকের ঘনিষ্ঠ তৌফিকা আফতাবকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়।

ব্যাংকটির নথিপত্র অনুযায়ী, সিটিজেনস ব্যাংকে আনিসুল হকের শেয়ার রয়েছে ১০ শতাংশ। এ ছাড়া পোশাক খাতের আরও সাত ব্যবসায়ীর রয়েছে ১০ শতাংশ করে শেয়ার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট এক চিঠিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান তৌফিকা আফতাবের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তৌফিকা আফতাব আনিসুল হকের আইনি প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত।

সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর ব্যাংকের তৃতীয় বার্ষিক সাধারণ সভা বা এজিএমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। পোশাক খাতের প্রতিষ্ঠান সালমা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটিকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত মাসে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমানকে ডিএমডি হিসেবে সিটিজেনস ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ব্যাংক এশিয়ার বনানী শাখার ব্যবস্থাপক ছিলেন। এর বাইরে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল লতিফকেও সিটিজেনস ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ব্যাংক এশিয়ার প্রধান শাখার ব্যবস্থাপক ছিলেন।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সিটিজেনস ব্যাংকের এমডি মোহাম্মদ মাসুমের মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন এমডি হিসেবে ব্যাংক এশিয়ার ডিএমডি আলমগীর হোসেনকে নিয়োগের সিদ্ধান্ত হয় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায়। এখন এমডির এই নিয়োগ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে জানতে ব্যাংকটির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ব্যাংকটির কোম্পানি সচিব ওয়াহেদ ইমাম প্রথম আলোকে বলেন, নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় আছে।

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক হিসেবে ২০২০ সালে অনুমোদন পেলেও ব্যাংকটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০২২ সালের মাঝামাঝি। সারা দেশে ব্যাংকটির ১৫টি শাখা রয়েছে। ব্যাংকটির সর্বশেষ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই বছর শেষে ব্যাংকটির আমানত ছিল ১ হাজার ৫ কোটি টাকা। আর এ সময়ে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৪৩৮ কোটি টাকা।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত ব্যাংকটি ছিল লোকসানি ব্যাংক। ওই বছর ব্যাংকটি কর–পরবর্তী প্রায় দেড় কোটি টাকা লোকসান করেছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব ক আইনমন ত র ড এমড

এছাড়াও পড়ুন:

ঈদের দ্বিতীয় দিন টিভিতে যেসব নাটক-টেলিফিল্ম থাকছে

দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। যেখানে সবচেয়ে প্রাধান্য থাকছে নাটক আর টেলিফিল্মের। চলুন জেনে নিই আজ কোন চ্যানেলে কী কী নাটক ও টেলিফিল্ম প্রচার হবে।  
বাংলাভিশন
রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: জামাই বউ চোর। এটি রচনা ও পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঝুমকা। এটি পরিচালনা করেছেন শহীদ-উন-নবী। এর বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন নিলয় আলমগীর ও হিমি ছাড়াও অনেকে।

এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। কাব্য হাসানের গল্টে চিত্রনাট্য করেছেন তানিন রহমান এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক : থাপ্পড়বাজ। এটি রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। এতে অভিনয়ে করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।

রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক : নজর। আকাইদ রনির রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক : তবুও পাশাপাশি। রিফাত আদনান পাপনের রচনায় এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।

আরটিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : মিস্টার অভাগা। জুয়েল এলিন রচনায় এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক : ও পাষাণী। এটি পরিচালনা করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।

চ্যানেল আই
বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম : প্রিয় প্রজাপতি। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : লাস্ট উইশ। একে অভিনয় করেছেন জোভান আহমেদ, আয়েশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ডাকু। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, শামীমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার প্রমুখ।

বৈশাখী টিভি
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ব্ল্যাক মানি। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : মানি লোকের মান। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : শাশুড়ির বিয়ে। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : লন্ডনি জামাই। এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ট্রাক ড্রাইভার। পরিচালনা করেছেন রুহুল আমিন শিশির। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

এটিএন বাংলা
বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ঘরে সংসার বাহিরে প্রেম। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয় করেছেন নিলয় ও হিমি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : প্রিয় প্রিয়সীনি। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অভিনয় করেছেন জোভান, তটিনী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : মন দিতে চাই। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা আনন। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক : এক ধ্রুবতারা। এটি পরিচালনা : সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : ইমার্জেন্সি। এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু। এতে অভিনয়ে আছেন খায়রুল বাসার, কেয়া পায়েল। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক : গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : কথা হবে হিসাব করে। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক : সাফিয়া। এটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। অভিনয় করেছেন সাফা কবির, সোহেল মণ্ডল প্রমুখ।

মাছরাঙা টিভি
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : কিসমত। এটি রচনা ও পরিচালনা করেছেন মিফতাহ আনান। এতে অভিনয়ে করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : বজরা। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক : হাউকাউ। পরিচালনা করেছেন এ কে পরাগ। অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : শেষের বিন্দু। পরিচালনা  করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ২০১২ সালেও সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ড. ইউনূস: খলিলুর
  • পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার
  • তাপসের দখল করা জমি ফেরত পাচ্ছে না জেলা পরিষদ
  • চীনের বিবাহসংকট কেন সবার মাথাব্যথার কারণ
  • ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
  • সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া
  • দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে: খালেদা জিয়া
  • ঈদের দ্বিতীয় দিন টিভিতে যেসব নাটক-টেলিফিল্ম থাকছে
  • ঋণের অর্থছাড় নিয়ে আলোচনায় ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল
  • আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি ‘মুজিব বর্ষ ১০০’ পঞ্জিকার এখন অস্তিত্বই নেই