নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে একটি টিনশেড বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছ। সোমবার ভোরে এ বিস্ফোরণে দুটি পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বিস্ফোরণ গুরুতর দগ্ধরা হলেন- রিকশাচালক মো. হান্নান (৫৫), ও তার পোশাককর্মী স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫)। অপর পরিবারের সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১৬ মাস) ৷ ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.

শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

অভিনেতার মরদেহ উদ্ধার

‘তারক মেহতা কা উল্টা চশমা’খ্যাত অভিনেতা ললিত মনচন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উত্তর প্রদেশের মেরুটের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩৬ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ললিতের মরদেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর খবর রটেছে, আত্মহত্যা করেছেন ললিত। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। আবার প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহজনক কোনো কিছু পায়নি।

আরো পড়ুন:

অক্ষয়ের নতুন সিনেমার কী হালচাল?

মা-বাবা হলেন তারকা দম্পতি

টিভি শোয়ের পাশাপাশি বেশ কিছু বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ললিত। ইদানীং ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছিলেন ললিত। ফলে, ৬ মাস আগে পরিবার নিয়ে মুম্বাই থেকে মেরুটে চলে যান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ