সাবিনাদের শাস্তির সিদ্ধান্ত বাফুফে সভাপতির ওপর ছেড়ে দিয়েছে তদন্ত কমিটি
Published: 3rd, March 2025 GMT
কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহের রেশ যেন ‘শেষ হয়েও হয়নি শেষ’! বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও বিশেষ কমিটির তদন্ত প্রতিবেদন ঝড়ের আভাসই দিচ্ছে!
গত ৩০ জানুয়ারি নারী ফুটবলের সংকট তদন্তে সাত সদস্যের কমিটি করেছিল বাফুফে। সাত দিনের মধ্যে সেই কমিটি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হাতে প্রতিবেদন তুলে দেয়। সেই প্রতিবেদন বাফুফে এখনো প্রকাশ করেনি। কিন্তু সেই প্রতিবেদন জমা দেওয়ার পরই মূলত খুলতে থাকে সংকটের জট।
আরও পড়ুনগ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ১০ ঘণ্টা আগেপ্রতিবেদনের সুপারিশ আমলে নিয়ে ১১ ফেব্রুয়ারি দুবারের নারী সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তাবিথ। সেই বৈঠকের পর বিদ্রোহীরা তাঁদের অবস্থান থেকে কিছুটা হলেও সরে আসতে থাকেন। এর ঠিক পাঁচ দিন পর ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার মেয়েদের বিদ্রোহ শেষের বার্তা দেন। কিন্তু সেই বার্তার আড়ালেও ছিল অনেক অজানা কথা।
সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হকি দলের নেতৃত্বে মিমো
১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি। এই প্রতিযোগিতা এশিয়া কাপের বাছাইপর্বও। এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে রোববার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
যে দলের অধিনায়ক করা হয়েছে পুস্কর ক্ষিসা মিমোকে। মূল স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা হয়েছে ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিনের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ছয় খেলোয়াড়কে।
নানান কারণে এবারের হকি দল ছিল আলোচনায়। জাতীয় দল চূড়ান্ত হয়েছে কয়েক ধাপে। মওলানা ভাসানী স্টেডিয়ামে কয়েক দিন ক্যাম্প করার পর ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। সেটা কমিয়ে ২৪ জনে আনা হয়। এরপর রোববার চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।
বাংলাদেশ দল: হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।