৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন, পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা। আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর, সেখানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

প্রায় দুই যুগের ক্যারিয়ার। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল। নির্মাতারা যেমন তাঁকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান কালকিন। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন কিরান কালকিন।

পুরস্কার হাতে কিরান কালকিন। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘জংলি’ শাকিবের ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙতে পারল কি

দেশে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জংলি’। যতই দিন যাচ্ছিল, ছবিটি নিয়ে দর্শক আগ্রহ বাড়ার খবরও মিলছিল। এর মধ্যে চতুর্থ সপ্তাহে এসে দেশের ২৭ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। দেশের পাশাপাশি ২৫ এপ্রিল কানাডা ও যুক্তরাষ্ট্রের ৩৩ প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে জংলি। প্রথম ৩ দিনে ছবিটি ৩৫ হাজার ডলার সমপরিমাণ টিকিট বিক্রি করেছে। ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর সভাপতি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

‘জংলি’ ছবির দৃশ্যে সিয়াম ও বুবলী

সম্পর্কিত নিবন্ধ