Risingbd:
2025-03-03@14:30:49 GMT

টিভিতে আজকের খেলা

Published: 3rd, March 2025 GMT

টিভিতে আজকের খেলা

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

আবাহনী-অগ্রণী ব্যাংক

সরাসরি, সকাল ৯টা

টি স্পোর্টস

ডব্লিউপিএল

গুজরাট জায়ান্টস-ইউপি ওয়ারিয়র্স

সরাসরি, রাত ৮টা

স্টার স্পোর্টস ১

ফুটবল

এএফসি চ্যাম্পিয়নস লিগ

আল ওয়াসি-আল সাদ

সরাসরি, রাত ১২টা।

টি স্পোর্টস

এস্তেগলাল-আল নাসর

সরাসরি, রাত ১০টা

স্টার স্পোর্টস সিলেক্ট ১

এফএ কাপ

নটিংহাম ফরেস্ট-ইপসউইচ

সরাসরি, রাত ১-৩০ মিনিট

টেন ২

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প র টস

এছাড়াও পড়ুন:

কানাডায় ৬০ প্রবাসী নারীর ‘ভিন্ন ধারায় মিলনমেলা’

কানাডার টরন্টোর স্কারবারো শহরে অনুষ্ঠিত হয়েছে ‘ভিন্ন ধারায় মিলনমেলা’। গত রোববার সকালে শহরের প্রায় ৬০ জন নারী এতে অংশ নেন। ব্যতিক্রমী এই আয়োজন করেছিলেন প্রবাসী নারী তানিজা রেজা। 

আয়োজক তানিজা জানান, ‘আমাদের জন্য এটা ছিল ভিন্ন একটা দিন। সকাল ১০ টায় সেজেগুঁজে আমরা চলে গিয়েছিলাম স্কারবোরো এর রূপসী বাংলা রেস্টুরেন্ট এ। নিজ উদ্যোগে আমি আয়োজন করেছি ভিন্ন ধারায় মিলন মেলা।’ 

তিনি বলেন, ‘এই আয়োজনে সায়রা আপু আর সেতু আপু ভলান্টিয়ার হিসেবে আমাকে সাহায্য করেছেন। আর অসংখ্য ধন্যবাদ বিসিসিবি উইমেন প্লাটফর্মকে। এই প্লাটফর্ম অনলাইন এ সমস্ত নারীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমার ‘ভিন্ন ধারায় মিলন মেলা’ এই উদ্যোগে তাদের অবদান অপরিসীম।’

আয়োজক জানান, ‘এই মিলনমেলাতে কোনো প্রমোশন ছিল না, কোনো অফিসিয়াল স্পনসর ছিল না, না কোনো কমিটি। আমরা সবাই সবাই কে চিনেছি, সবার গল্প শুনেছি, সবাই নিজের নিজের স্পনসর। ব্রেকফাস্ট এর সর্বমোট বিল আমরা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। ’

অনুষ্ঠান শেষে ছিল কোরাস গান ও র‌্যাফেল ড্র। সংবাদ বিজ্ঞপ্তি
 

সম্পর্কিত নিবন্ধ