বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
Published: 3rd, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতীক অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে দেখা দেয় দীর্ঘ যানজট।
রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ ব্যাংক লেনদেনের জটিলতা দেখিয়ে শ্রমিকদের প্রায় চার মাস ধরে বেতন বন্ধ রাখে। গত ২৭ ফেব্রুয়ারি বেতন ও ওভারটাইমের পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু ওইদিন রাত ১০টা পর্যন্ত শ্রমিকদের বসিয়ে রেখেও বকেয়া বেতন দিতে ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। রোববারও (২ মার্চ) বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। এদিনও কর্তৃপক্ষ গা ঢাকা দেয়। এরপরই শ্রমিকরা বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে মহাসড়কে নেমে আসেন।
এসময় ব্যস্ততম ঢাকা-আরিচায় বন্ধ হয়ে যায় যান চলাচল। সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যাত্রী-পথচারীরা।
এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকরা গত জানুয়ারি মাসের বেতন পাবে বলে আমরা জানি। কারখানা কর্তৃপক্ষ আজ (রোববার) বেতন পরিশোধের জন্য সকাল থেকে শ্রমিকদের আশ্বাস দেয়। ইফতারের পর শ্রমিকরা কারখানার সামনে এসে জানতে পারেন আজও তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে না। এরপর তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তিনি জানান, এক মাসের বেতন বকেয়ার কথা শুনেছি। চার মাসের অন্যান্য বকেয়া যেমন- ওভারটাইম ও টিফিনের বিল থাকতে পারে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়।
এনজে
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: পর শ ধ র
এছাড়াও পড়ুন:
ভারত-অস্ট্রেলিয়া: নকআউট পর্বে কার রেকর্ড কেমন?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (০৪ মার্চ, ২০২৫) বিকেলে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। এটা অবশ্য বলতে দ্বিধা নেই এই ম্যাচে আসল পরীক্ষা দিতে হবে ভারতকে। কারণ, আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টগুলোতে ভারতের চেয়ে অজিদের রেকর্ড অনেক ভালো। চলুন তাহলে সেসব রেকর্ডে চোখ বুলিয়ে নেওয়া যাক।
চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স যেমন:
::২০০৪ আসর::
> ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল: অস্ট্রেলিয়ার ৬ উইকেটে হার।
আরো পড়ুন:
বেড়েছে ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি
মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু
:: ২০০৬ আসর ::
> নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল: অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী।
> ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
:: ২০০৯ আসর ::
> পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।
> নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে ভারতের পারফরম্যান্স যেমন:
:: ২০০০ সালের আসর ::
> অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়াার্টার ফাইনাল: ভারত ২০ রানে জয়ী।
> দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল: ভারত ৯৫ রানে জয়ী।
> নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল: ৪ উইকেটে হার।
:: ২০০২ আসর ::
> দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল: ভারত ১০ রানে জয়ী।
:: ২০১৩ আসর ::
> শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল: ভারত ৮ উইকেটে জয়ী।
> ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল: ভারত ৫ রানে জয়ী।
:: ২০১৭ আসর ::
> বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল: ভারত ৯ উইকেটে জয়ী।
> পাকিস্তানের বিপক্ষে ফাইনাল: ১৮০ রানে হার।
ভারত ও অস্ট্রেলিয়া আইসিসির বিভিন্ন ইভেন্টে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ৪ বারের মুখোমুখিতে অস্ট্রেলিয়া জিতেছে ৩ বার, ভারত ১ বার। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে দল দুটি একবার মুখোমুখি হয়েছিল। সেখানে ভারত জিতেছিল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা একবার মুখোমুখি হয়েছিল। সেখানে অস্ট্রেলিয়া জিতেছিল।
উপরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে এটা বলা যায় যে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধুন্ধুমার একটি ম্যাচ মঙ্গলবার উপভোগ করতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।