নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন আমির খান-পুত্র জুনাইদ খান। এই ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছিল বললে বাড়াবাড়ি হবে না। সম্প্রতি ‘লাভইয়াপা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই তারকা পুত্রের। এই রোমান্টিক কমেডি ছবিতে জুনাইদের নায়িকা ছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর। এ সূত্রে মুম্বাইয়ের সান্তাক্রজে আমির খানের প্রযোজনা সংস্থার অফিসে জুনায়েদের সঙ্গে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির কথা হয়। তবে আলাপচারিতার শুরুতে উঠে আসে তাঁর প্রথম ছবি ‘মহারাজ’ প্রসঙ্গ।

অনেকের মতে, জুনাইদ প্রথার বাইরে হেঁটে অভিনয়জগতে পা রেখেছিলেন। এ প্রসঙ্গে আমির-পুত্রের ভাষ্য, ‘সত্যি বলতে, আমার মনে হয় না যে আমি প্রথার বাইরে হেঁটেছি। এটা ঠিক যে ছবির কাহিনিতে বেশ নাটকীয়তা ছিল। আর এই ছবির আগে আমি একাধিক ছবির জন্য অডিশন দিয়েছিলাম। সব জায়গায় আমি প্রত্যাখ্যানই পেয়েছিলাম। অবশেষে ‘মহারাজ’ ছবির জন্য আমাকে নির্বাচন করা হয়েছিল।’

খুশি কাপুর, আমির খান ও জুনাইদ খান। এএনআই.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র খ ন

এছাড়াও পড়ুন:

‘খান’ পদবির চাপ নেন না আমির খান-পুত্র জুনাইদ

নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন আমির খান-পুত্র জুনাইদ খান। এই ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছিল বললে বাড়াবাড়ি হবে না। সম্প্রতি ‘লাভইয়াপা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই তারকা পুত্রের। এই রোমান্টিক কমেডি ছবিতে জুনাইদের নায়িকা ছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর। এ সূত্রে মুম্বাইয়ের সান্তাক্রজে আমির খানের প্রযোজনা সংস্থার অফিসে জুনায়েদের সঙ্গে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির কথা হয়। তবে আলাপচারিতার শুরুতে উঠে আসে তাঁর প্রথম ছবি ‘মহারাজ’ প্রসঙ্গ।

অনেকের মতে, জুনাইদ প্রথার বাইরে হেঁটে অভিনয়জগতে পা রেখেছিলেন। এ প্রসঙ্গে আমির-পুত্রের ভাষ্য, ‘সত্যি বলতে, আমার মনে হয় না যে আমি প্রথার বাইরে হেঁটেছি। এটা ঠিক যে ছবির কাহিনিতে বেশ নাটকীয়তা ছিল। আর এই ছবির আগে আমি একাধিক ছবির জন্য অডিশন দিয়েছিলাম। সব জায়গায় আমি প্রত্যাখ্যানই পেয়েছিলাম। অবশেষে ‘মহারাজ’ ছবির জন্য আমাকে নির্বাচন করা হয়েছিল।’

খুশি কাপুর, আমির খান ও জুনাইদ খান। এএনআই

সম্পর্কিত নিবন্ধ