সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে প্রায় দুই বছর আগে বৈকালিক সেবা চালু করে সরকার। তবে ঘোষণা ছাড়াই হঠাৎ এ সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে বিপদে পড়েছেন রোগীরা। অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৈকালিক সেবা চালু হলেও প্রচারের অভাবে সেবা নিতে আসে না মানুষ। এ ছাড়া জুলাই বিপ্লবের পর অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকদের ঢাকায় আনা হয়েছে। ফলে চিকিৎসক সংকটের কারণে এমনিতেই সেবা বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন করে বৈকালিক সেবা চালু হচ্ছে না। তবে সারাদেশে রেফারেল পদ্ধতির মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালে দুই দফায় ১৮৩টি সরকারি হাসপাতালে বৈকালিক সেবা চালু করে সরকার। বৈকালিক স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়ের সুবিধাও যুক্ত করা হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিকিৎসকদের পালাক্রমে রোগী দেখার কথা বলা হয়। বৈকালিক স্বাস্থ্যসেবায় নির্ধারিত ফি ধরা হয় ৫০০ টাকা। এ টাকার মধ্যে অধ্যাপক পাবেন ৪০০ টাকা, চিকিৎসাসেবায় সহযোগিতাকারী ৫০ এবং সার্ভিস চার্জ ৫০ টাকা ধরা হয়। এভাবে সহযোগী অধ্যাপক পাবেন ৩০০ টাকা, সহকারী অধ্যাপক ২০০ এবং এমবিবিএস বা বিডিএস ও সমমানের চিকিৎসকরা পাবেন ১৫০ টাকা। এক্ষেত্রে চিকিৎসাসেবায় সহযোগিতাকারীর জন্য ২৫ টাকা এবং সার্ভিস চার্জ ২৫ টাকা নির্ধারণ করা হয়। তবে নানা সংকটে দুই বছর যেতে না যেতেই অধিকাংশ হাসপাতালে বন্ধ হয়ে গেছে এ সেবা। 

শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত এ সেবা তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির তথ্য বলছে, ১৮৩টি হাসপাতালে এই সময়ে ২ লাখ ৩০ হাজার ২৫২ জন সেবা নিয়েছেন। মেডিকেল অফিসারের মাধ্যমে সেবা পেয়েছেন ৯০ হাজার ২২৭ জন এবং কনসালট্যান্টের সেবা নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৬৮ জন। এদের চিকিৎসায় ১২ লাখ ২ হাজার ৯২৩টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অস্ত্রোপচার হয়েছে ৭ হাজার ৯৪৩টি। সর্বোচ্চ ৬৮ হাজার ৭৮৩ জন সেবা নিয়েছেন চট্টগ্রাম বিভাগে। তবে পরীক্ষা-নিরীক্ষা বেশি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৬৫ হাজার ৯৮৯ জনের ৪০ হাজার পরীক্ষা করা হয়েছে। এসব সেবাগ্রহীতার চিকিৎসা পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষা বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ৬ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকার জমা পড়েছে। তবে অধিকাংশ চিকিৎসকের এখনও ভাতা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সেবা দিতে আগ্রহ হারিয়েছেন চিকিৎসকরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় বাংলাদেশ সচিবালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈকালিক সেবা চালু হয়। তবে বর্তমানে নিউরোসায়েন্সেস হাসপাতাল ছাড়া বাকিগুলোয় এ সেবা বন্ধ। শুরুতে বৈকালিক সেবা (ইনস্টিটিউশনাল প্র্যাকটিস) জনগণ ভালোভাবে নিয়েছিল। এ প্রক্রিয়া ফলপ্রসূ হয় এবং চাহিদা বাড়ে। তবে দিনে দিনে কার্যক্রমটি ঝিমিয়ে পড়ে। 

গত শনিবার বিকেলে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে দেখা মেলে মোল্লা ওমর ফারুক নামে এক রোগীর। তিনি হার্টের সমস্যা নিয়ে এ হাসপাতালে এসেছেন। তিনি বলেন, ভিড় এড়াতে বিকেলে সেবা নিতে আসা। তবে হাসপাতালে এসে জানতে পারি, বৈকালিক সেবা বন্ধ। পরে বেসরকারি হাসপাতালে চলে যেতে দেখা যায় তাঁকে। ওই সময় হাসপাতালটি থেকে পাঁচ রোগীকে এভাবে ফিরে যেতে দেখা যায়। 

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, সকালে যে সেবা রোগীরা বিনামূল্যে নিতে পারেন, সেই সেবা বিকেলে টাকা দিয়ে কেন নেবে? যেমন সকালে ১০ টাকায় সব সেবা পাওয়া যায়। আর বিকেলে শুধু চিকিৎসকের পরামর্শ নিতে ৫০০ টাকা দিতে হয়। এ ছাড়া সকালে ওষুধ বিনামূল্যে থাকলেও বিকেলে টাকা দিয়ে কিনতে হয়। পরীক্ষা-নিরীক্ষাও করতে হয় টাকা দিয়ে। এজন্য রোগীরাও আগ্রহী না। এ ছাড়া চিকিৎসকরা বিকেলে বেসরকারি চেম্বারে বসলে বেশি আয় করতে পারেন। 

ঢাকার বাইরের অবস্থা আরও বেহাল

জেলা-উপজেলা পর্যায়ে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয়ে যন্ত্রপাতির সংকট। ফলে এসব হাসপাতালে বৈকালিক সেবার অবস্থা আরও বেহাল। প্রথম দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছিল। সেই সময় দিনে ১০ থেকে ১৫ জন রোগী সেবা নিতে এলেও গত জুলাইয়ের পর কমতে থাকে। গত মাসে এক পর্যায়ে রোগী শূন্যের কোঠায় চলে আসে। এখন সেবা বন্ধ রয়েছে। এই হাসপাতালে গত মঙ্গলবার দৈনিক বৈকালিক সেবা নিতে তিন থেকে চারজন রোগী আসেন। সেবা না পেয়ে তাদের ফিরে যেতে দেখা যায়। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মফস্বলের স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকতে চান না। চিকিৎসক না থাকায় বৈকালিক সেবা কার্যক্রম শুরুর পরই বন্ধ হয়ে যায়। তা ছাড়া সরকার পরিবর্তনের পর এ প্রকল্প নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও নিরুৎসাহিত করা হয়। এ ছাড়া নীতিমালা অনুযায়ী চিকিৎসকদের ভাতা দেওয়ার কথা থাকলেও অনেকেই চিকিৎসা ভাতা না পেয়ে এ সেবা কার্যক্রম বন্ধ করে দেন। 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরুর দিকে বৈকালিক সেবা চালু হলেও বেশি দিন স্থায়ী হয়নি। দুই থেকে আড়াই মাস পর এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। চিকিৎসকরা নিয়মিত দায়িত্ব পালন করতেন না বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

শাহিনুল ইসলাম মন্ডল বলেন, বিকালে রোগী না আসায় এ সেবা বন্ধ হয়েছে। হঠাৎ অসুস্থ কিংবা জরুরি প্রয়োজনে কোনো রোগী এলে তারা হাসপাতালের জরুরি বিভাগ থেকেই সেবা নেন। 
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বন্ধ রয়েছে। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে বৈকালিক সেবা কার্যক্রম উদ্বোধন হলেও চিকিৎসক সংকটে তা চালু করা যায়নি। 

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বেসরকারি চেম্বারে বসলে চিকিৎসকরা যে সম্মান ও সম্মানী পান, তা সরকারি  হাসপাতালে পান না। এ ছাড়া অনেক হাসপাতালে চিকিৎসকদের ভাতা দেওয়া হয়নি। ফলে চিকিৎসকরা ইচ্ছা করে এ সেবা বন্ধ করে দিয়েছেন। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল সমকালকে বলেন, স্বল্পমূল্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বৈকালিক সেবা অবশ্যই প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনক ব্যাপার এই সেবা ঘোষণা ছাড়া বন্ধ করে দেওয়া হলো। আসলে স্বাস্থ্য খাতে কোনো অভিভাবক নেই। সাধারণ মানুষের সেবা দেওয়ার মানসিকতাও নেই সেবকদের। চিকিৎসকদের মানবসেবার মানসিকতা তৈরি করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, বৈকালিক সেবা নিয়ে মানুষের এখনও আগ্রহ রয়েছে। তবে প্রচারের অভাবে রোগীরা বৈকালিক সেবা নিতে যাচ্ছেন না। চিকিৎসকদের ভাতা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ভাতা বণ্টনে জটিলতার কারণে ছয় কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা রয়েছে। অর্থ মন্ত্রণালয় উদ্যোগ নিলে দ্রুত চিকিৎসকদের ভাতা দেওয়া যাবে।

চিকিৎসা মিলবে রেফারেল পদ্ধতিতে 

দেশে রেফারেল পদ্ধতিতে চিকিৎসা চালুর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী এক চিকিৎসাকেন্দ্র থেকে অন্য চিকিৎসাকেন্দ্রে পাঠানোর প্রাতিষ্ঠানিক পদ্ধতিই হচ্ছে ‘রেফারেল’। রোগীর বিশেষায়িত সেবার প্রাপ্যতা নিশ্চিতে এ পদ্ধতি অবলম্বন করা হয়। 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বৈকালিক সেবা নতুন করে চালু করার পরিকল্পনা নেই সরকারের। সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ চলছে। রেফারেল পদ্ধতিতে সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। আমরা নগরবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। প্রতিটি ওয়ার্ডে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকবে। এ ছাড়া রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য শতাধিক ‘জিপি-ক্লিনিক’ খোলার উদ্যোগ নিয়েছে সরকার। এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ক ৎসকদ র ভ ত চ ক ৎসকর চ ক ৎসক পর ক ষ র পর ক সরক র উপজ ল

এছাড়াও পড়ুন:

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর

দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও ঝুঁকিমুক্ত নন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত তিনজনের কেউই। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। বাকি দুইজনের মধ্যে একজন যুবক ও একজন তরুণী। 

বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আঘাত পান তারা। ঘটনার পর উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে আনা হয় তাদের। 

পরে তাদের মধ্যে শিশু ও তরুণীকে হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি বিভাগে ও যুবককে ২৬ নম্বর অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে দুপুরের পর যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুইজনকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে তরুণীর এখনও জ্ঞান ফেরেনি। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী, দুই জন শিশু ও পাঁচজন পুরুষ। 

হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল সমকালকে বলেন, ‘আহত তিনজনের অবস্থায় এখনও শঙ্কামুক্ত নয়। এরইমধ্যে উন্নত চিকিৎসার জন্য আহত যুবককে এভারকেয়ারে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইজনের অবস্থাও ভালো নয়। তরুণীর এখনও জ্ঞান ফেরেনি। তার জ্ঞানের মাত্রার অবস্থা খুব খারাপ। ছোট শিশুটির পায়ের হাঁড়ও ভেঙেছে। তাই তাদেরকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত তাদের সেখানে নেওয়া হবে।’ 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন সমকালকে বলেন, ‘চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বুধবার হাসপাতালে পাঁচজনকে আনা হয়। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে বাকি তিনজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের প্রস্তুতি রেখেছি আমরা। এরইমধ্যে পর্যাপ্ত ডাক্তার, নার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।’ 

সম্পর্কিত নিবন্ধ

  • কীর্তনখোলার তীর থেকে উদ্ধার সেই শিশু ফিরল মায়ের কোলে
  • লোহাগাড়ায় দুর্ঘটনা: আহত তিনজনের অবস্থা গুরুতর
  • চিকিৎসা ছাড়া মায়ের কোলে ফিরল সেই শিশু
  • লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: আহত তিনজনের অবস্থা গুরুতর
  • লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর