চট্টগ্রামে পুলিশের ‘তথ্য সংগ্রহের’ মুখে দোকানির মৃত্যু
Published: 2nd, March 2025 GMT
চট্টগ্রামে পরোয়ানাভুক্ত আসামির খোঁজ নিতে আসা পুলিশের তথ্য সংগ্রহের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন এক মুদি দোকানি। রোববার বিকেলে নগরের খুলশী থানার কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লাল মিয়া (৬০) বরিশালের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে কুসুমবাগ আবাসিক এলাকায় থাকতেন। একই আবাসিকের রাজীব ভবনের নিচতলায় তার মুদি দোকান রয়েছে।
পুলিশের দাবি, পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে হার্ট অ্যাটাকে মারা যান। তবে স্বজনদের দাবি, তথ্য সংগ্রহে পুলিশের জোরাজুরিতে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। তবে এ বিষয়ে কোন অভিযোগ করেননি মৃতের পরিবার।
লাল মিয়ার শ্যালকের ছেলে মো.
খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘পরোয়ানাভুক্ত এক আসামির তথ্য সংগ্রহ করতে পুলিশের একটি দল সেখানে গিয়েছিল। আসামির বিষয়ে লাল মিয়ার কাছে তথ্য জানতে চাইলে তিনি মাথা ঘুরে পড়ে যান। তিনি বয়স্ক মানুষ। স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।’
তবে লাল মিয়ার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই বলে জানান ওসি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার
১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র।
সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত আসছে...