এমপিওভুক্তির দাবিতে পদযাত্রা, স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে
Published: 2nd, March 2025 GMT
এমপিওভুক্তির এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সেলিম মিয়া।
আবদুস সালাম পিন্টু বলেন, দেশের সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সময়ের দাবি। শিক্ষার মান উন্নয়ন ও মানবিক কারণে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
নাজিম উদ্দিন আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পেলেও নন-এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা পান না। একই দেশে দুই নীতি চলতে পারে না।
এ সময় আরও বক্তব্য দেন নন-এমপিও মুখ্য সংগঠক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক নাজমুস সাহাদাত আজাদি, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, বাকিবিল্লাহ, আবু বকর, হাবিবুর রহমান বাবুল প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সমন বয়ক
এছাড়াও পড়ুন:
শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।
১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।
জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।