বিদুৎ বিল, ব্যাংক ইন্টারেস্ট ও ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে হঠাৎ করে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়িয়ে দেয় হিমাগার মালিকপক্ষ। এতে দেশের বিভিন্ন এলাকায় চাষিরা বিক্ষোভ দেখান। এমন পরিস্থিতিতে কৃষকের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। হিমাগারে এক কেজি আলু রাখার সর্বোচ্চ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

রোববার কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গেল ৮ ফেব্রুয়ারি চলতি মৌসুমে প্রতিকেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণের কথা জানায় হিমাগার মালিকদের সংগঠন–বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। এর আগে হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদে গেল ২ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি দুই দফায় সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান রাজশাহীর আলুচাষীরা। এছাড়া ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রাম, দিনাজপুর, বগুড়াতেও সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান কৃষকরা।

কৃষি সচিব ড.

মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, প্রতিকেজি আলুর হিমাগার ভাড়া ৮ টাকা করেন কোল্ড স্টোরেজ মালিকরা। এরপর আমরা কৃষকের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছি। আমরা বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে তাদের কথাও শুনেছি। দুই পক্ষের মতামতের ভিত্তিতে বাস্তবতা বিবেচনা করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে কৃষকও উপকৃত হবেন, আবার কোল্ড স্টোরেজ মালিকরা ন্যায্য ভাড়া পাবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আল

এছাড়াও পড়ুন:

বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার

২০২৪ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২.৭ ট্রিলিয়ন ডলারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেন, গাজা যুদ্ধসহ বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সামরিক ব্যয়ে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে ৯.৪ শতাংশ। এটিই টানা দশম বছর, যখন সামরিক খরচ বৃদ্ধি পেয়েছে।
ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে ঘিরে সংশয়ের প্রভাবে ইউরোপে সামরিক ব্যয় নজিরবিহীন হারে বেড়েছে। সিপরির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয় ১৭ শতাংশ বেড়েছে, যা শীতল যুদ্ধের সমাপ্তির পর সর্বোচ্চ।

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধিতে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও সৌদি আরব। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৮৯৫ বিলিয়ন ডলার, চীন ২৬৬.৮৫ বিলিয়ন ডলার, রাশিয়া ১২৬ বিলিয়ন ডলার, ভারত ৭৫ বিলিয়ন ডলার এবং সৌদি আরব ৭৪.৭৬ বিলিয়ন ডলার।

সিপরি সতর্ক করে বলেছে, সামরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ফলে অন্যান্য খাতের বাজেট কমে যাচ্ছে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাশিয়ার সামরিক ব্যয় ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৪৯ বিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এ খরচ দেশটির মোট জিডিপির ৭.১ শতাংশ এবং সরকারি ব্যয়ের ১৯ শতাংশ। অন্যদিকে, ইউক্রেনের সামরিক ব্যয় বেড়ে ৬৪.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাদের জিডিপির ৩৪ শতাংশ। খবর এনডিটিভির।

সম্পর্কিত নিবন্ধ