UNDP-DUDS দুর্নীতি বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘বুটেক্সডিসি বুনন’। ফাইনাল বিতর্কটি গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সামরিক জাদুঘরে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির যৌথ আয়জনে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতি বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’। যেখানে ৩২টি দল অংশ নেয়। বিতার্কিকগণ প্রতিযোগিতাটিতে মূলত দুর্নীতিবিরোধী, স্বচ্ছতা এবং শাসন বিষয়ে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের বিষয় তুলে ধরেন। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম দিনের বিতর্ক অনুষ্ঠিত হয় ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছয় রাউন্ড বিতর্ক শেষে সেমিফাইনালে অংশ নেওয়া চারটি দল ছিল বিইউপি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বুটেক্সডিসি বুনন। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পরদিন ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সামরিক জাদুঘরে। ফাইনালে ‘এই সংসদ দুদকের জন্য আলাদা বিশেষ একটি টার্স্কফোর্স গঠন করবে’ মোশনের পক্ষে যুক্তি প্রদর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দল হিসেবে বিতর্ক করে বুটেক্সডিসি বুনন। বুটেক্সডিসি বুনননের হয়ে বিতর্কে অংশগ্রহণ করে মো.
তামজিদুর রহমান, এস এম আলভী সালমান এবং আশেক এ রহমান। ফাইনাল বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে বুটেক্সডিসি বুননের বক্তা এস এম আলভী সালমান। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা ও বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট এস এম আলভী সালমান নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, সবচেয়ে দারুণ অভিজ্ঞতা হলো রেজাল্ট এনাউন্সমেন্টের মুহূর্ত। যখন বড় একটা আয়োজনের মঞ্চে, বড় পরিচয়ের একজন প্রধান অতিথি আমার বিশ্ববিদ্যালয়ের নামটি উচ্চারণ করেন তা একই সঙ্গে আমার কাছে আনন্দ ও গর্বের বিষয়। বুটেক্সডিসি জাতীয় পর্যায়ে বুটেক্সের প্রতিনিধিত্ব করতে পেরেছে যা সবসময়ই আমাদের প্রধান লক্ষ্য থাকে। নিজেদের এমন অর্জন সম্পর্কে বুটেক্স ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তামজিদুর রহমান বলেন, বুটেক্সডিসি বরাবরই জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনে নিজেদের অসামান্য উপস্থিতি নিশ্চিত করে আসছে। আমাদের বিতার্কিকরা শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নয়, বরং নতুন নতুন চিন্তাধারার প্রসার, নীতিনির্ধারণী পর্যায়ে বিতর্কের ভূমিকা এবং যৌক্তিকতার চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় আমরা বুটেক্সের নাম দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের সঙ্গে তুলে ধরতে পেরেছি। বুটেক্সডিসি বুননের আরেকজন সদস্য আশেক এ রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বুটেক্সডিসির মতো ঐতিহ্যবাহী ও সমৃদ্ধিশালী ক্লাবকে প্রতিনিধিত্ব করা সত্যিই অত্যন্ত গর্বের বিষয়। এই ক্লাবের একটি অংশ হিসেবে কাজ করতে পারা, বিশেষ করে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবের সুনাম বৃদ্ধি করার সুযোগ পাওয়া আমাদের জন্য বিশাল সম্মানের বিষয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. সায়মা হক বিদিশা।
উৎস: Samakal
কীওয়ার্ড:
অন ষ ঠ ত
ফ ইন ল
রহম ন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩১ মার্চ ২০২৫)
আইপিএল ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।আইপিএল
মুম্বাই ইন্ডিয়ানস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
লা লিগা
সেলতা ভিগো–লাস পালমাস
রাত ১টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট