দেশের প্রথম সারির ইংরেজি  মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান  এক্সেল একাডেমি। পড়াশোনার পাশাপাশি  নানা  সৃজনশীল কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে আসছে এই বিদ্যালয়টি।  এরই   ধারাবাহিকতায়  ‘দ্য সাউন্ড অব মিউজিক’  চলচ্চিত্রটির ৬০তম বার্ষিকী উপলক্ষে  এক্সেল একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় ২৬ ও ২৭ ফেব্রুয়ারি, ছায়ানট মিলনায়তনে সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে  নাটক – ‘দ্য সাউন্ড অব মিউজিক’। নাটকটির নির্দেশনায় ছিলেন  রকি খান এবং সহকারী নির্দেশনায়  ছিলেন তাসফিয়া ফাইরোজ আনান। ‘দ্য সাউন্ড অব মিউজিক’ বিশ্বব্যাপী জনপ্রিয় এবং বিখ্যাত একটি মঞ্চনাটক যা চলচ্চিত্রেও রূপান্তরিত হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ গল্পের মূল চরিত্র মারিয়া, ক্যাপ্টেন ভন ট্র্যাপ ও তার পরিবারের সাতজন ছেলেমেয়ে। সংগীতের মাধ্যমে সম্প্রীতি ও ভালোবাসার মেলবন্ধন সৃষ্টির বিষয়টি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এই মিউজিক্যাল ড্রামায়।  
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টক

এছাড়াও পড়ুন:

নদীতে ভেসে উঠল আরেকজনের লাশ, নিহত বেড়ে ৫

শরীয়তপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নদীতে পড়ে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে, তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়াল।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করেন সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া দেন। ডাকাতদল পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় এলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে ডাকাতদের স্পিড বোটের গতিপথ রোধ করার চেষ্টা করেন। এ সময় ডাকাতরা হাতবোমা ও গুলি ছুঁড়লে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ডাকাতেরা স্পিড বোট ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। আর ধাওয়া দিয়ে সাত জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তবে, স্পিড বোটে ঠিক কতজন ছিল সেটা জানা যায়নি।

এদিকে, এ ঘটনার পরে রবিবার বিকালে শরীয়তপুর জেলা লাগোয়া ও মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগীশ এলাকার কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার ভেসে উঠে আরো একজনের মরদেহ। তাদের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ধারণা করছে, নিহতরা ডাকাত চক্রের সদস্য। সেদিন গণপিটুনিতে নদীতে পড়ে যান তারা। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ডাকাতির চেষ্টা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পালং মডেল থানায় পৃথক মামলা হয়েছে। গত শনিবার রাতে পালং থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে মামলাগুলো করেন। এতে গণপিটুনিতে আহত পাঁচ জনসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জের রিপন (৪০), শরীয়তপুরের আনোয়ার দেওয়ান (৫০), নড়িয়ার সাঈদ (২৫), মাদারীপুরের সজীব (৩০) ও শরীয়তপুরের রাকিব গাজী (৩০)। তাদের ঢাকা মেডিকেল থেকে শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ