বাংলাদেশের পরিচিত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম চলতি বছরে প্ল্যাটফর্মে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছে। নতুন পদ্ধতির সংযোজনে গ্রাহক আগের তুলনায় সহজে ও নিরাপদে কেনাবেচা করার সুবিধা নিতে পারবেন। আগ্রহী কোনো পণ্য বা সেবার বিবরণ লেখার সময় এআই প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। পণ্যের ঠিকঠাক বৈশিষ্ট্য ও প্রয়োজনীয় তথ্য অটোমেটিক্যালি তৈরি করে দেবে। অন্যদিকে, প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিটি বিজ্ঞাপন এআই অ্যাসিস্ট্যান্ট প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে। ফলে সম্ভাব্য প্রতারক ও অবৈধ পণ্যের বিজ্ঞাপনদাতাদের দ্রুত চিহ্নিত করে প্রতারককে অনেকাংশেই চূড়ান্ত প্রতিরোধ করা সম্ভব হবে।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো.
উদ্যোক্তারা বলেন, এআই প্রযুক্তির সময়োপযোগী সংযোজন অনলাইন ব্যবসায় নতুন সম্ভাবনা যুক্ত করবে। বাংলাদেশের ক্ল্যাসিফায়েড খাতে নতুন কিছু সংযোজন করবে। এআই সংযুক্তিতে বিক্রয় কার্যকর ও সহজবোধ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা ক্রেতা-বিক্রেতার জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এআই প ল য টফর ম
এছাড়াও পড়ুন:
ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পীকে চেনেন?
স্টুডিওতে বসে আছেন অভিনেত্রী রিভা আরোরা। ব্যাকগ্রান্ডে বাজছে ‘জান চার ইয়ার’ সিনেমার ‘হোয়াট দ্য লাক’ গানটি। এ গানের শিল্পী মিকা সিং। কিছুক্ষণ পর রিভার কাছে আসেন মিকা। তারপর এ গানের তালে রিভার সঙ্গে রোমান্সে মেতে উঠেন মিকা সিং।
বেশ পুরোনো একটি ভিডিওতে রিভা-মিকার রোমান্সের দৃশ্য দেখা যায়। আড়াই বছর আগে ভিডিওটি ভাইরাল হয়। ফলে তুমুল বিতর্কে জড়ান মিকা। কারণ রিভা ৪৭ বছর বয়সি মিকার চেয়ে ৩৩ বছরের ছোট। অর্থাৎ রিভার বয়স এখন ১৪ বছর।
ভারতীয় শিশুশিল্পীদের নাম উঠলে সামনে আসে আহসান চান্না, আমান সিদ্দিকী, দার্শিল সাফারি, সানা সাইদ, জিবরান খান, সিদ্ধার্থ নিগমের মতো তারকাদের নাম। মজার ব্যাপার হলো— এসব শিশুশিল্পীদের অর্থনৈতিকভাবে ছাড়িয়ে গিয়েছেন রিভা আরোরা। এখন ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পী এই ক্ষুদে তারকা।
গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাওয়ার অব পাঁচ’ সিরিজের ট্রেইলার। বালাজি টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন রিভা আরোরা। জানা যায়, সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
রিভা আরোরা সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাকে ১১.৫ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। ভারতের যে কজন শিশুশিল্পীর সবচেয়ে বেশি অনুসারী রয়েছে, তাদের অন্যতম রিভা। এ অভিনেত্রীর ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে তার অনুসারীর সংখ্যা ২.০৩ মিলিয়ন।
ইন্ডিয়া ডটকম, ডিএনএ, জিকিউ ডটকমের তথ্য অনুসারে, রিভা আরোরার মোট সম্পদের পরিমাণ ৮.২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকার বেশি)। ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পী ছিলেন সারা অর্জুন। ২০২৩ সালের জুনে ১৮ বছর বয়সে পা দেওয়ায় এই তকমা হারান তিনি। তার জায়গা দখল করে নেয় রিভা।
রিভার বয়স অনুসারে তার শারীরিক বৃদ্ধি নজরে পড়ার মতো। ফলে এ নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন, সিন্থেটিক গ্রোথ হরমোন ইনজেকশনের মাধ্যমে রিভা নিজের শারীরিক গঠনের বৃদ্ধি ঘটিয়েছে। যদিও তা প্রমাণিত নয়। এজন্য তার বয়স নিয়েও বিতর্কের অবসান ঘটেনি।
তবে কয়েক বছর আগে রিভার বয়সের বিষয়ে ইঙ্গিত করে তার মা বলেছিলেন, “আমার মেয়ে এখন দশম শ্রেণিতে পড়ে। ১৩ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে রিভা। অত্যন্ত সততা ও অধ্যবসায়ের মাধ্যমে সবকিছু অর্জন করেছে সে।”
রিভা অভিনীত ‘উরি’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পায়। এ সিনেমায় রিভার কান্নার দৃশ্যটি দর্শকের মন কেড়েছিল। জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’ সিনেমায় ছোট গুঞ্জনের চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ায় রিভা।
ঢাকা/শান্ত