বাংলাদেশের পরিচিত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম চলতি বছরে প্ল্যাটফর্মে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছে। নতুন পদ্ধতির সংযোজনে গ্রাহক আগের তুলনায় সহজে ও নিরাপদে কেনাবেচা করার সুবিধা নিতে পারবেন। আগ্রহী কোনো পণ্য বা সেবার বিবরণ লেখার সময় এআই প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। পণ্যের ঠিকঠাক বৈশিষ্ট্য ও প্রয়োজনীয় তথ্য অটোমেটিক্যালি তৈরি করে দেবে। অন্যদিকে, প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিটি বিজ্ঞাপন এআই অ্যাসিস্ট্যান্ট প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে। ফলে সম্ভাব্য প্রতারক ও অবৈধ পণ্যের বিজ্ঞাপনদাতাদের দ্রুত চিহ্নিত করে প্রতারককে অনেকাংশেই চূড়ান্ত প্রতিরোধ করা সম্ভব হবে।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো.
উদ্যোক্তারা বলেন, এআই প্রযুক্তির সময়োপযোগী সংযোজন অনলাইন ব্যবসায় নতুন সম্ভাবনা যুক্ত করবে। বাংলাদেশের ক্ল্যাসিফায়েড খাতে নতুন কিছু সংযোজন করবে। এআই সংযুক্তিতে বিক্রয় কার্যকর ও সহজবোধ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা ক্রেতা-বিক্রেতার জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এআই প ল য টফর ম
এছাড়াও পড়ুন:
মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ
যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।