বাংলাদেশের পরিচিত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম চলতি বছরে প্ল্যাটফর্মে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছে। নতুন পদ্ধতির সংযোজনে গ্রাহক আগের তুলনায় সহজে ও নিরাপদে কেনাবেচা করার সুবিধা নিতে পারবেন। আগ্রহী কোনো পণ্য বা সেবার বিবরণ লেখার সময় এআই প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। পণ্যের ঠিকঠাক বৈশিষ্ট্য ও প্রয়োজনীয় তথ্য অটোমেটিক্যালি তৈরি করে দেবে। অন্যদিকে, প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিটি বিজ্ঞাপন এআই অ্যাসিস্ট্যান্ট প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে। ফলে সম্ভাব্য প্রতারক ও অবৈধ পণ্যের বিজ্ঞাপনদাতাদের দ্রুত চিহ্নিত করে প্রতারককে অনেকাংশেই চূড়ান্ত প্রতিরোধ করা সম্ভব হবে।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো.
উদ্যোক্তারা বলেন, এআই প্রযুক্তির সময়োপযোগী সংযোজন অনলাইন ব্যবসায় নতুন সম্ভাবনা যুক্ত করবে। বাংলাদেশের ক্ল্যাসিফায়েড খাতে নতুন কিছু সংযোজন করবে। এআই সংযুক্তিতে বিক্রয় কার্যকর ও সহজবোধ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা ক্রেতা-বিক্রেতার জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এআই প ল য টফর ম
এছাড়াও পড়ুন:
আগামীকাল থেকে তারকাদের অংশগ্রহণে মাসব্যাপী রেসিপি অনুষ্ঠান
পবিত্র মাহে রমজানে অন্যতম একটি অনুষঙ্গ হলো ইফতার। রমজান মাসজুড়েই নানা স্বাদের বাহারি রেসিপি লক্ষ করা যায়। সেগুলোর মধ্যে ডেজার্ট অন্যতম। কর্মব্যস্ত দিনের শেষে ইফতারের সময় ‘খুশি’র মাত্রা বাড়িয়ে দিতে আগামীকাল থেকে প্রচার শুরু হচ্ছে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’।
অনুষ্ঠানটির প্রতি পর্বেই ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি অবাক করা রেসিপি দেখানো হবে। দ্বিতীয়বারের মতো এ আয়োজনের সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।
৩০ পর্বে নির্মিত ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। রেসিপিগুলো তৈরি করছেন হোটেল ওয়েস্টিন ও শেরাটনের ক্লাস্টার এক্সিকিউটিভ প্যাস্ট্রি শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী, পারসা ইভানা, সারিকা সাবাহ; সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবং ‘মাহিম মেক’খ্যাত ফুড–ভ্লগার মাহিম আহমেদ।
আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে অনুষ্ঠানে রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতি পর্ব শেষে থাকবে একটি কুইজ, পর্বটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে হবে কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতি দশ পর্ব শেষে ভাগ্যবান পাঁচজন বিজয়ী পাবেন ফ্রেশের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মেগা বিজয়ী পাবেন ‘আইফোন–১৬’।
আইফোন জিততে হলে অনুষ্ঠানের প্রতিটি পর্বের সঠিক উত্তর দিতে হবে কমেন্টে এবং পর্বগুলো নিজ ফেসবুক প্রোফাইলে ‘পাবলিক’ করে শেয়ার করতে হবে। শেয়ারকারী এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মেগা বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে মেসেঞ্জারে। বিজয়ী নির্বাচন এবং ক্যাম্পেইন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন বেলা ৩টা ৫৫ মিনিট থেকে দেশের প্রথম সারির আটটি টেলিভিশন চ্যানেলে এবং বিকেল চারটায় প্রচারিত হবে প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।