Samakal:
2025-04-02@21:33:09 GMT

থ্রিডি কার্ভড ডিসপ্লে

Published: 2nd, March 2025 GMT

থ্রিডি কার্ভড ডিসপ্লে

নতুন দুটি স্মার্টফোন মডেল এস২৫ আলট্রা ও এস২৫ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড আইটেল।
নির্মাতারা জানান, ৬.৭৮ ইঞ্চির সুপার ব্রাইট থ্রিডি-কার্ভড অ্যামোলেড স্ক্রিন পাওয়া যাবে এস২৫ আলট্রা মডেলে। ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রল বা সোয়াইপ হবে স্মুথ। প্রতিদিনের ধকল থেকে ফোনের সুরক্ষায় স্থায়িত্ব নিশ্চিত করবে কর্নিং গরিলা গ্লাস সেভেনআই প্রটেকশন।
ইন্টিগ্রেটেড মেটাল ইনার ফ্রেমে ৬.

৯ মিলিমিটারের আলট্রা স্লিম বডি।
অতিরিক্ত সুরক্ষায় রয়েছে ১০০ দিনের স্ক্রিন প্রটেকশন পরিষেবা। আইপি-৬৪ ফিচার ডাস্ট অ্যান্ড ওয়াটার-রেজিস্ট্যান্ট ফিচার। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা থাকায় ফোন অন করার ক্ষেত্রে সাইড-মাউন্টেড বাটন খোঁজার ঝামেলা থাকবে না। সহজেই ফোন আনলক করা যাবে। টাইগার ৬২০ অক্টাকোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং বা ভারী গ্রাফিক্স ল্যাগ ছাড়াই নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দেবে।
২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি এক্সটেন্ডেড র‌্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেবল র‌্যাম) থাকায় স্টোরেজ। রয়েছে ম্যাক্রো লেন্সের সঙ্গে যুক্ত ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।
আরজিবি লাইট নোটিফিকেশন ফিচারের মাধ্যমে ফোনের স্ক্রিনে না তাকিয়ে সহজেই নতুন নোটিফিকেশন সম্পর্কে জানা যাবে। কারণ যে কোনো নোটিফিকেশন আসামাত্রই ভিন্ন রঙের মাধ্যমে নোটিফিকেশন বিষয়ে জানা যাবে। আইআর রিমোট কন্ট্রোল সুবিধায় ফোনের মাধ্যমে দূর থেকে ঘরের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা দেবে।
অন্যদিকে, এস২৫ মডেলে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যামোলেড 
স্ক্রিনের ৬.৭৮ ইঞ্চি ডিসেপ্ল ও টাইপ-সি ১৮ ওয়াট ফাস্ট চার্জার সুবিধা। ১২ জিবি র‌্যাম (৬ জিবি + ৬ জিবি এক্সটেন্ডেবল র‌্যাম) সুবিধা। স্টোরেজ ১২৮ জিবি। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। বাজেটবান্ধব হওয়ায় 
মডেল দুটি গ্রাহক প্রত্যাশা পূরণে করবে বলে নির্মাতারা জানান।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ