নতুন দুটি স্মার্টফোন মডেল এস২৫ আলট্রা ও এস২৫ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড আইটেল।
নির্মাতারা জানান, ৬.৭৮ ইঞ্চির সুপার ব্রাইট থ্রিডি-কার্ভড অ্যামোলেড স্ক্রিন পাওয়া যাবে এস২৫ আলট্রা মডেলে। ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রল বা সোয়াইপ হবে স্মুথ। প্রতিদিনের ধকল থেকে ফোনের সুরক্ষায় স্থায়িত্ব নিশ্চিত করবে কর্নিং গরিলা গ্লাস সেভেনআই প্রটেকশন।
ইন্টিগ্রেটেড মেটাল ইনার ফ্রেমে ৬.
অতিরিক্ত সুরক্ষায় রয়েছে ১০০ দিনের স্ক্রিন প্রটেকশন পরিষেবা। আইপি-৬৪ ফিচার ডাস্ট অ্যান্ড ওয়াটার-রেজিস্ট্যান্ট ফিচার। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা থাকায় ফোন অন করার ক্ষেত্রে সাইড-মাউন্টেড বাটন খোঁজার ঝামেলা থাকবে না। সহজেই ফোন আনলক করা যাবে। টাইগার ৬২০ অক্টাকোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং বা ভারী গ্রাফিক্স ল্যাগ ছাড়াই নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দেবে।
২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেবল র্যাম) থাকায় স্টোরেজ। রয়েছে ম্যাক্রো লেন্সের সঙ্গে যুক্ত ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।
আরজিবি লাইট নোটিফিকেশন ফিচারের মাধ্যমে ফোনের স্ক্রিনে না তাকিয়ে সহজেই নতুন নোটিফিকেশন সম্পর্কে জানা যাবে। কারণ যে কোনো নোটিফিকেশন আসামাত্রই ভিন্ন রঙের মাধ্যমে নোটিফিকেশন বিষয়ে জানা যাবে। আইআর রিমোট কন্ট্রোল সুবিধায় ফোনের মাধ্যমে দূর থেকে ঘরের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা দেবে।
অন্যদিকে, এস২৫ মডেলে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যামোলেড
স্ক্রিনের ৬.৭৮ ইঞ্চি ডিসেপ্ল ও টাইপ-সি ১৮ ওয়াট ফাস্ট চার্জার সুবিধা। ১২ জিবি র্যাম (৬ জিবি + ৬ জিবি এক্সটেন্ডেবল র্যাম) সুবিধা। স্টোরেজ ১২৮ জিবি। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। বাজেটবান্ধব হওয়ায়
মডেল দুটি গ্রাহক প্রত্যাশা পূরণে করবে বলে নির্মাতারা জানান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আরভিনদের আশীর্বাদ মুজারাবানি
ব্লেসিং মানে আশীর্বাদ। জিম্বাবুয়ের জন্য তো আশীর্বাদ হয়েই এসেছেন ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তো এই তরুণ পেসারই। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই বোলার উইকেটের সুবিধা পুরোপুরিই নিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে বাউন্স আছে। এই টেস্টে ছিল ঘাসও। এমন উইকেটে মুজারাবানি বাড়তি সহায়তা পাবেন, এমনটাই ধারণা ছিল। সেই ধারণাই সত্যি প্রমাণ করেছেন মুজারাবানি, নিয়েছেন ৯ উইকেট।
দলকে ৪ বছর পরও টেস্ট জয়ের স্বাদ দেওয়ার সঙ্গে নিজে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক ক্রেইগ আরভিনের মুখে তাই মুজারাবানি নামটাই বেশি এসেছে।
আসাটাই অবশ্য স্বাভাবিক। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন ৩টি। গতকাল দিনের দ্বিতীয় বলেই আউট করেছেন নাজমুল হোসেনকে। সেটিও মাথার চালে। চতুর্থ দিনের প্রথম বলটা ইয়র্কার দিয়ে নাজমুলকে অপ্রস্তুত করে ফেলেন মুজারাবানি। অপ্রস্তুত নাজমুলকে পরের বলটিতে মুজারাবানি দেন বাউন্সার।
সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রেখেছেন মুজারাবানি