ভোক্তা ভোগালেই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী
Published: 2nd, March 2025 GMT
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের ভোগান্তি দিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানান দিয়েছেন চুনারুঘাটে যৌথ বাহিনীর অভিযানিক দল।
রোববার বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের মানসম্মত প্রাপ্তি নিশ্চিত করতে রোববার উপজেলার বিভিন্ন বাজার মনিটর করে যৌথ বাহিনী। শহরের কাঁচাবাজার ও বাল্লা রোডসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর শাহজীবাজার ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুবের উপস্থিতিতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়।
এ সময় দোকানে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও সয়াবিন তেল বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে আমকান্দি স্টোরের মালিক মোহাম্মদ আলীকে ৫০ হাজার, সয়াবিন তেলের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে মনু মিয়াকে এক হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখায় লিটন পালকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এদিকে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়েই এসব বাজারের অনেক দোকানদার পালিয়ে যান। অভিযানে সেনাবাহিনী ছাড়াও চুনারুঘাট থানার পুলিশ এবং কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানকালে যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজারের একাধিক গোডাউনে তল্লাশি চালায়। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম জানান, রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
শাহজীবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হবে। জনগণের সহযোগিতার মাধ্যমে প্রতারণা বন্ধের চেষ্টা চালিয়ে যাবেন তারা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পলান সরকারের মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা
আলোর ফেরিওয়ালাখ্যাত পলান সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে বন্ধুসভার উদ্যোগে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভার বন্ধু দেবযানি বিশ্বাস, মো. আসিফ ইমতিয়াজ, নাহিদ হাসান, সুশীল পাল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আলোকিত মানুষ পলান সরকারের পদাঙ্ক অনুসরণ করে একটি মানবিক সমাজ গঠন করতে হবে। এ জন্য বই পড়ার কর্মসূচি চালিয়ে যেতে হবে। নিজে বই পড়ার সঙ্গে সঙ্গে অন্যদের বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
পলান সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে পলান সরকার পাঠাগারে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০১৯ সালের ১ মার্চ ৯৮ বছর বয়সে পলান সরকারের মৃত্যু হয়। ১৯২১ সালের ১ আগস্ট পলান সরকার জন্মগ্রহণ করেন। নিজের টাকায় বই কিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই বই দিয়ে আসতেন। পড়া শেষ হলে নতুন বই দিয়ে পুরোনো বইটি ফেরত নিয়ে আসতেন। এভাবে তিনি এলাকায় বই পড়ার আন্দোলন গড়ে তুলেছিলেন। এই অবদানের জন্য ২০১১ সালে পলান সরকার একুশে পদকে ভূষিত হন। পলান সরকারকে নিয়ে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আলো সাপ্তাহিক ক্রোড়পত্র ছুটির দিনে ‘বিনিপয়সায় বই বিলাই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।