স্মার্টফোনের অধিকাংশ ব্যবহারকারী শতভাগ বা পূর্ণ চার্জ হওয়ার পরই স্মার্টফোন আন-প্লাগ করেন। অনেকে আবার আছেন, যারা সারারাত ফোন চার্জ দিয়ে থাকেন।
গবেষণা বলছে, ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত।
ফুল চার্জে অনেক সময় ব্যাটারির যে কেমিক্যাল থাকে, তার কার্যক্ষমতা কমে যায়। ফলে স্মার্টফোনে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে হ্যান্ডসেট গরম হয়ে যায়। সামনে গরমের সময় আসছে। বাইরের চাপ ও ব্যাটারি উত্তাপ দুয়ে মিলে অতিরিক্ত গরম হয়ে পড়ে ডিভাইস। এমন আবহে ডিভাইসে গেম খেললে বাড়তি তাপ উৎপন্ন হয়।
ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি
ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোনে ইনস্টল অ্যাপ ব্যবহার না করলেও ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ সক্রিয় থাকে, যা ফোনের চার্জ দ্রুত নিঃশেষ করে। ফলে আইফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে ক্লিক করতে হবে। ওয়াইফাই অপশন তখনই সচল রাখা উচিত, যখন অ্যাপ ব্যবহার করা প্রয়োজন।
তাতে ব্যাটারি কিছুটা স্বস্তি পাবে।
বন্ধ থাকবে লোকেশন
স্মার্টফোনে যেসব অ্যাপ ব্যবহার করছেন না, তার লোকেশন বন্ধ করে দিলে ব্যাটারি খরচ অনেকাংশে কমবে। এমনটা করতে সেটিংসে গিয়ে প্রাইভেসি থেকে লোকেশন সার্ভিস অপশনে কোন কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে লোকেশন ব্যবহার করতে পারবে, তা নির্বাচন করে দিলে ব্যাটারি সাশ্রয় হবে অনেকটা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করবেন যেভাবে
সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার নতুন সুবিধা চালু করেছে মেটা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের বার্তা ও ছবিযুক্ত স্ট্যাটাসে সর্বোচ্চ ১৫ সেকেন্ড এবং ভিডিও স্ট্যাটাসে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত পছন্দের গানের অংশ যোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
স্ট্যাটাসে গান যোগ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ অপশন নির্বাচন করে পছন্দের ফরম্যাটে স্ট্যাটাস তৈরি করতে হবে। চাইলে নতুন ছবি বা ভিডিও ধারণের জন্য ক্যামেরাও ব্যবহার করা যাবে। এবার মিডিয়া নির্বাচনের পর পর্দার ওপরে থাকা ‘মিউজিক’ আইকনে ক্লিক করে তালিকা থেকে বা সার্চ করে পছন্দের গান নির্বাচন করতে হবে। গান নির্বাচনের পর ডান বাটনে ক্লিক করে নিচে থাকা সবুজ আইকনে ট্যাপ করলেই গানসহ স্ট্যাটাস তৈরি হয়ে যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪