স্মার্টফোনের অধিকাংশ ব্যবহারকারী শতভাগ বা পূর্ণ চার্জ হওয়ার পরই স্মার্টফোন আন-প্লাগ করেন। অনেকে আবার আছেন, যারা সারারাত ফোন চার্জ দিয়ে থাকেন।
গবেষণা বলছে, ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত।
ফুল চার্জে অনেক সময় ব্যাটারির যে কেমিক্যাল থাকে, তার কার্যক্ষমতা কমে যায়। ফলে স্মার্টফোনে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে হ্যান্ডসেট গরম হয়ে যায়। সামনে গরমের সময় আসছে। বাইরের চাপ ও ব্যাটারি উত্তাপ দুয়ে মিলে অতিরিক্ত গরম হয়ে পড়ে ডিভাইস। এমন আবহে ডিভাইসে গেম খেললে বাড়তি তাপ উৎপন্ন হয়।
ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি
ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোনে ইনস্টল অ্যাপ ব্যবহার না করলেও ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ সক্রিয় থাকে, যা ফোনের চার্জ দ্রুত নিঃশেষ করে। ফলে আইফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে ক্লিক করতে হবে। ওয়াইফাই অপশন তখনই সচল রাখা উচিত, যখন অ্যাপ ব্যবহার করা প্রয়োজন।
তাতে ব্যাটারি কিছুটা স্বস্তি পাবে।
বন্ধ থাকবে লোকেশন
স্মার্টফোনে যেসব অ্যাপ ব্যবহার করছেন না, তার লোকেশন বন্ধ করে দিলে ব্যাটারি খরচ অনেকাংশে কমবে। এমনটা করতে সেটিংসে গিয়ে প্রাইভেসি থেকে লোকেশন সার্ভিস অপশনে কোন কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে লোকেশন ব্যবহার করতে পারবে, তা নির্বাচন করে দিলে ব্যাটারি সাশ্রয় হবে অনেকটা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সেটিংস, যে সুবিধা পাওয়া যাবে
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি ও জনপ্রিয়তা পাওয়ায় হোয়াটসঅ্যাপে সাইবার হামলার পরিমাণও বাড়ছে। তাই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি সেটিংস চালু করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালুর ফলে একক বা গ্রুপ চ্যাটের বার্তা হোয়াটসঅ্যাপের বাইরে শেয়ার, সংরক্ষণ বা অন্য কোনোভাবে ব্যবহারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাট অপশনে আদান-প্রদান করা তথ্য বর্তমানের তুলনায় আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে ৫ কারণে০৩ এপ্রিল ২০২৫হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু করলে চ্যাটের মেসেজ হিস্ট্রি এক্সপোর্ট করা যাবে না। শুধু তা–ই নয়, পাঠানো কোনো ছবি, ভিডিও বা অডিও স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের যন্ত্রে সংরক্ষণ হবে না। এর ফলে সংবেদনশীল বা ব্যক্তিগত বার্তার গোপনীয়তা নিশ্চিত করা যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ভিডিও প্রতারণার কথা জানেন তো?১৭ এপ্রিল ২০২৫হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহারকারীরা পর্যায়ক্রমে নতুন সেটিংসটি ব্যবহার করতে পারবেন। সেটিংসটি ব্যবহারের জন্য প্রথমে নির্দিষ্ট চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর চ্যাটে থাকা নামের ওপরে ক্লিক করে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি অপশনে প্রবেশ করে ম্যানুয়ালভাবে সেটিংসটি চালু করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া