Samakal:
2025-04-02@19:32:15 GMT

গণহত্যার দোসর ৬ মাস পর ‘বীর’

Published: 2nd, March 2025 GMT

গণহত্যার দোসর ৬ মাস পর ‘বীর’

‘গুলি করি। মরে একটা। আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে জুলাই গণহত্যার পরিস্থিতি বর্ণনা করেন এক পুলিশ কর্মকর্তা। এ ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। গত ৫ আগস্টের পর ওই ভিডিওর ঘটনাস্থলে থাকা প্রায় সবাই গ্রেপ্তার হয়েছেন। কিন্তু মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. আলমগীর হোসেনের হদিস ছিল না গত ছয় মাস।

কর্মস্থলে না এসে ও মন্ত্রীর পিএস পদে না থেকেও তিনি নিয়মিত বেতন তুলেছেন। এই সময়ে তথ্য অধিকার আইন অনুযায়ী তাঁর সম্পর্কে জানতে দুই মন্ত্রণালয়ে আবেদন করেও কিছু জানতে পারেনি সমকাল। অথচ গত ৯ ফেব্রুয়ারি তাঁকে মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক করে প্রেষণে পদায়ন করা হয়। এর পর গত ১৫ ফেব্রুয়ারি তাঁকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।

ঘটনাস্থলে যারা ছিলেন, তারা কোথায়?
ভিডিওটি যখন করা হয়, সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন, মন্ত্রীর পিএস মো.

আলমগীরসহ বেশ কয়েকজন। ‘গুলি করি। মরে একটা...’– এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগে উপকমিশনার মোহাম্মাদ ইকবাল।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আসাদুজ্জামান ভারতে পালিয়ে গেছেন। সচিব, আইজিপি ও ভিডিওতে কথা বলা পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। 
জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর নাখালপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িটি স্থানীয় জনতা ঘিরে ফেলে। ওই বাড়িতে থাকা মন্ত্রীর পিএস আলমগীর দেয়াল টপকে পালান। এর পর থেকে তাঁর খোঁজ মেলেনি। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।

মন্ত্রী না থাকলে পিএস থাকেন কি?
স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস আলমগীর হোসেনের নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, মন্ত্রী/প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত পিএস ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিলুপ্ত হওয়ায় প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী পিএসের নিয়োগ বাতিল হয়।
গত ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পিএস হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলকে গত বছরের ২০ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছে। অথচ সরকারি কর্মচারী বাতায়নে মো. আলমগীরকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মন্ত্রীর পিএস হিসেবে দেখানো হয়েছে। কর্মস্থলে উপস্থিত না হলেও ছয় মাস স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে বেতন তুলেছেন। গত ৬ আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাঁর হদিস পাওয়া যায়নি।

জনপ্রশাসনের বিরুদ্ধে অভিযোগ
তথ্য অধিকার আইন অনুযায়ী, গত ১৯ জানুয়ারি এই প্রতিবেদক আলমগীরের বিষয়ে জানতে চেয়ে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন। এর উত্তরে ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানায়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত হওয়ায় তথ্য প্রদান করা যায়নি।’
গত ৯ ফেব্রুয়ারি আলমগীরকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক করে প্রেষণে পদায়নের প্রজ্ঞাপনে তাঁর নামের নিচে লেখা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়া। ফলে মন্ত্রণালয় তাঁর বিষয়ে তথ্য গোপনের চেষ্টা চালিয়েছে– তা স্পষ্ট।

পিএসকে ৬ মাসের বিরতি ভেঙে প্রেষণে নিয়োগ দেওয়া এবং সপ্তাহ না পেরোতে আরেক জায়গায় বদলি করা হয়। বড় অঙ্কের টাকার বিনিময়ে এসব হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানিয়েছে, টাকার বিনিময়ে পদায়ন পাওয়া কর্মকর্তাদের ইদানীং কয়েকবার বদলি করা হচ্ছে, যাতে তার বিষয়ে খোঁজ নেওয়া কঠিন হয়ে পড়ে।

ছিলেন ডিসি ফিট লিস্টের তালিকায়ও
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার জেলা প্রশাসক (ডিসি) পদে নতুনদের বসাতে ফিট লিস্ট তৈরির উদ্যোগ নেয়। গত ২৯ আগস্ট সাক্ষাৎকার নেওয়ার জন্য যে তালিকা করা হয়, তাতে ১ নম্বরে ছিল আলমগীর হোসেনের নাম। পরে অবশ্য সেই তালিকা অনুযায়ী এগোয়নি সরকার।

সংশ্লিষ্টদের বক্তব্য
এ বিষয়ে প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তা উপসচিব আলমগীর হোসেন সমকালকে বলেন, ‘আমি নিরিবিলি মানুষ, পিএস হতে চাইনি কখনোই। পিএসগিরি করে তো আমার লাভ নেই।’ ছয় মাস পিএস হিসেবে বেতন নেওয়া এবং সরকারি বাতায়নে তথ্য হালনাগাদ না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘৫ আগস্টের সরকার পতনের পরপর তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছি। জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা নতুন সরকারের গুরুত্বপূর্ণ অন্য অনেক কাজে থাকায় হয়তো এ বিষয়ে কাজ করার সুযোগ পাননি। এ জন্য হালনাগাদ করা হয়ে ওঠেনি। এভাবে এতদিন চলেছে।’
দুই মন্ত্রণালয়ের একে অন্যের দিকে ঠেলে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান সমকালকে বলেন, ‘এখানে তথ্য গোপনের চেষ্টা হয়নি।’ জুলাই অভ্যুত্থানের পর থেকে সরকারের শীর্ষ কর্মকর্তারা বলে আসছেন, প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনাসহ জনপ্রশাসনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। এ অবস্থায় ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত এবং কোনো ব্যবস্থা না নিয়ে পদায়ন অভ্যুত্থানের চেতনার সঙ্গে যায় কিনা– এমন প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি তিনি।

জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যে বলেছে, তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাই তথ্য দেওয়া যায়নি, তারা ঠিক বলেনি। মন্ত্রিত্ব যখন চলে গেছে, তখন তার আর স্বরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। কাজেই জনপ্রশাসনের এটি বলার সুযোগ থাকে না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে বেতন নিয়ে থাকলে সেটিও সঠিক হয়নি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: গণহত য আলমগ র হ স ন র প এস হ স ব কর মকর ত ন মন ত র ৫ আগস ট ন র পর ছয় ম স অন য য় সরক র

এছাড়াও পড়ুন:

ঈদের দ্বিতীয় দিন টিভিতে যেসব নাটক-টেলিফিল্ম থাকছে

দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। যেখানে সবচেয়ে প্রাধান্য থাকছে নাটক আর টেলিফিল্মের। চলুন জেনে নিই আজ কোন চ্যানেলে কী কী নাটক ও টেলিফিল্ম প্রচার হবে।  
বাংলাভিশন
রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: জামাই বউ চোর। এটি রচনা ও পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঝুমকা। এটি পরিচালনা করেছেন শহীদ-উন-নবী। এর বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন নিলয় আলমগীর ও হিমি ছাড়াও অনেকে।

এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। কাব্য হাসানের গল্টে চিত্রনাট্য করেছেন তানিন রহমান এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক : থাপ্পড়বাজ। এটি রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। এতে অভিনয়ে করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।

রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক : নজর। আকাইদ রনির রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক : তবুও পাশাপাশি। রিফাত আদনান পাপনের রচনায় এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।

আরটিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : মিস্টার অভাগা। জুয়েল এলিন রচনায় এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক : ও পাষাণী। এটি পরিচালনা করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।

চ্যানেল আই
বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম : প্রিয় প্রজাপতি। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : লাস্ট উইশ। একে অভিনয় করেছেন জোভান আহমেদ, আয়েশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ডাকু। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, শামীমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার প্রমুখ।

বৈশাখী টিভি
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ব্ল্যাক মানি। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : মানি লোকের মান। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : শাশুড়ির বিয়ে। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : লন্ডনি জামাই। এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ট্রাক ড্রাইভার। পরিচালনা করেছেন রুহুল আমিন শিশির। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

এটিএন বাংলা
বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ঘরে সংসার বাহিরে প্রেম। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয় করেছেন নিলয় ও হিমি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : প্রিয় প্রিয়সীনি। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অভিনয় করেছেন জোভান, তটিনী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : মন দিতে চাই। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা আনন। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক : এক ধ্রুবতারা। এটি পরিচালনা : সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : ইমার্জেন্সি। এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু। এতে অভিনয়ে আছেন খায়রুল বাসার, কেয়া পায়েল। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক : গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : কথা হবে হিসাব করে। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক : সাফিয়া। এটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। অভিনয় করেছেন সাফা কবির, সোহেল মণ্ডল প্রমুখ।

মাছরাঙা টিভি
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : কিসমত। এটি রচনা ও পরিচালনা করেছেন মিফতাহ আনান। এতে অভিনয়ে করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : বজরা। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক : হাউকাউ। পরিচালনা করেছেন এ কে পরাগ। অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : শেষের বিন্দু। পরিচালনা  করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই হত্যাকাণ্ড কি জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে
  • শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে: তাজুল
  • শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে
  • গণহত্যা মামলা: হাসিনার বিরুদ্ধে তদন্তের খসড়া রিপোর্ট প্রসিকিউশনে
  • ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
  • সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া
  • দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে: খালেদা জিয়া
  • ফিলিস্তিনিরা হামাসের বিরুদ্ধে বিদ্রোহ করবেন?
  • ঈদের দ্বিতীয় দিন টিভিতে যেসব নাটক-টেলিফিল্ম থাকছে
  • গণহত্যাকারীদের বিচার হতেই হবে: জামায়াতের আমির