ন্যাশনাল পলিটেকনিক কলেজে স্কিলস কম্পিটিশন
Published: 2nd, March 2025 GMT
ন্যাশনাল পলিটেকনিক কলেজে স্কিল কম্পিটিশন ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’– এই প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার কারিগরি শিক্ষাঙ্গনে স্কিলস কম্পিটিশন চট্টগ্রামের ন্যাশনাল পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কম্পিটিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহম্মদ খান। তিনি কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধিতে এবং দেশের কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও হাতেকলমে দক্ষতা অর্জনের বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটাক চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল মোবিন, বিটাক চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ফারহানা আকতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সোহরাব দস্তগীর। অনুষ্ঠান পরিচালনা করেন আর্কিটেকচার বিভাগীয় প্রধান আকবর আলী।
এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এবিএম আব্দুল ওয়াহেদ। উপস্থিত ছিলেন সাংবাদিক আ ন ম সানাউল্লাহ, শিক্ষক কাজী আসরাফ, মোহাম্মদ জুনাইদ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনসহ সব সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের জন্য যেসব কমিশন গঠন হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।
তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানাই।
বিএইচ