প্রয়োজনীয় জনবল সংকটে রাউজানের প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সহকারী শিক্ষা কর্মকর্তার ৭টি পদও শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৬ জন কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন।
এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানের প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নকাজ থমকে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনীত ঠিকাদাররা পালিয়ে যাওয়ায় অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজের মধ্যে রয়েছে ৩৪টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, ৪০টি বিদ্যালয়ের নতুন ভবন ও বর্ধিত শ্রেণিকক্ষ নির্মাণকাজ। 
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় প্রতিটি বিদ্যালয় চলছে দু’জন-তিনজন শিক্ষক দিয়ে। সরেজমিন দেখা যায়, উপজেলার বৃক্ষভানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র ৩ জন। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৭৩ জন। পাঁচটি ক্লাস সামলাতে হিমশিম তিন শিক্ষক। হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন মাত্র চারজন শিক্ষক। এ বিদ্যালয়ে ৮ জন শিক্ষকের পদ থাকলেও বাকিগুলো খালি। গর্জনীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ৩ জন শিক্ষক দিয়ে। ডাবুয়া হিঙ্গলা ফজলুর কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৪০ জন। এই বিদ্যালয়ে ৫ জন শিক্ষক থাকলেও, প্রধান শিক্ষক নেই। ৮ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন শিবু প্রসাদ দাশ।
জানা যায়, সরকারি উন্নয়ন বরাদ্দে যেসব বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের কাজ চলছিল, সেটাও অনেকটা স্থবির। গত ৫ আগস্ট সরকার পতনের পর কাজ ফেলে পালিয়েছেন প্রায় ঠিকাদার।  স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানের প্রায় উন্নয়ন প্রকল্পের কাজ পেতেন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনীত ঠিকাদার। অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজের মধ্যে রয়েছে ৩৪টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, ৪০টি বিদ্যালয়ের নতুন ভবন ও বর্ধিত শ্রেণিকক্ষ নির্মাণকাজ। প্রকৌশল বিভাগের লোকজন বলেছেন মূল ঠিকাদার কাজ না করে কমিশনের চুক্তিতে কাজ করতে দিয়েছে উপ-ঠিকাদারকে। অনভিজ্ঞ ঠিকাদার হওয়ায় অনেকে ঠিক সময়ে কাজে হাত দিতে পারেনি। 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম সমকালকে বলেন, ‘অসমাপ্ত অবস্থায় থাকা কিছু উন্নয়ন কাজ ঠিকাদারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বিকল্প পন্থায় করা হচ্ছে। কিছু কাজ করা যাচ্ছে না স্থানীয়দের মধ্যে কোন্দল ও ভূমি সংক্রান্ত জটিলতায়।’
রাউজানে শূন্য পদ নিয়ে সমস্যা হওয়ার কথা স্বীকার করে সদ্য অবসরে যাওয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস সমকালকে বলেন, ‘চলমান সংকটের মধ্যে চলতি বছর আরও অনেক শিক্ষককের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তারা চলে যাবেন অবসরে। নতুন করে শিক্ষক নিয়োগ না দেওয়ায় সংকট আরও বাড়তে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র উপজ ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আনুষ্ঠানিক ভাবে এই অলরাউন্ডার এখনও ওয়ানডে এবং টেস্টকে বিদায় বলেননি। তবে এশিয়ান লিজেন্ডস লিগে দেখা যাবে সাকিবকে। মূলত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ক্রিকেটারদের নিয়েই এই টি-টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হয়।

এই আসরের দল এশিয়ান স্টারসের জার্সিতে মাঠে মাতাবেন সাকিব। এই লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা নিশ্চিত করেছে ব্যাপারটি। আগামী লিগটি ১০ মার্চ শুরু হতে হচ্ছে যাচ্ছে এবারের এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে বাঙ্গালদেশী ক্রিকেটারদের নিয়ে গড়া ‘বাংলাদেশ টাইগার্সের’ নামেও একটি দল রয়েছে। যে দলে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন। ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে।

নিজেদের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে স্পোর্টসকিডা সাকিবের ছবি দিয়ে লিখে, “সাকিব আল হাসান ২০২৫ সালের এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি২০-তে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে যাচ্ছেন!
প্রখ্যাত অলরাউন্ডার প্রথমে বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, তবে এশিয়ান স্টার্স দ্রুততার সাথে তাকে দলে ভেড়ানো নিশ্চিত করতে সক্ষম হয়েছে আসন্ন মৌসুমের জন্য।

সাকিবকে ব্যাট-বল হাতে মাঠে দেখতে মুখিয়ে আছেন?

এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টির সব রোমাঞ্চকর অ্যাকশন দেখতে এশিয়ান লিজেন্ডস লিগ এবং স্পোর্টসকিডার সাথে থাকুন, যেটি  ২০২৫ সালের ১০-১৮ মার্চ নাথওয়াড়া অনুষ্ঠিত হবে!”

কদিন আগে লিজেন্ড নাইন্টি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা সাকিবের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন এই অলরাউন্ডার।

অন্যদিকে সাকিবের সাথে এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে আরেক বাংলাদেশী ক্রিকেটার অলক কাপালিকে। যেখানে তারা সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

এদিকে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে নামবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এ ছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।

সাকিব গত বছরের (২০২৪) সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সাথে জানান পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগ্রহী তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার।

এমনকি কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য লিজেন্ডস অব রুপগঞ্জে নাম নিবন্ধন করেছিলেন সাকিব। তবে একদিন পরেই সেটি প্রত্যাহার করে নেন।

গতবছর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের হয়ে নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর জুলাই গণঅভ্যুত্থানের পর সেই আওয়ামী লীগ সরকার পতিত হলে আর দেশে ফিরতে পারেননি দেশ সেরা এই ক্রিকেটার।

এশিয়ান স্টারস- সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।
 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • কাঠ আমদানির ওপর নতুন শুল্কের উদ্যোগ ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধানকে অবসরে পাঠাল ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!