প্রায় এক যুগ আগে এসেছে প্রথম অ্যালবাম। বিশ্বসংগীতের শ্রোতাদের কাছে তিনি অপরিচিত নন, তবে চলতি বছর এসে যেন নতুন করে পথ খুঁজে পেলেন চার্লি এক্সসিএক্স। এই ব্রিটিশ গায়িকার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ তাঁকে ক্যারিয়ারের পরের ধাপে পৌঁছে দিয়েছে। ভ্যারাইটি, বিবিসির বিচারে ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হয়েছে ‘ব্র্যাট’। অ্যালবামটির জন্যই ব্রিট অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতলেন গায়িকা। খবর এএফপির
গতকাল রাতে লন্ডনের দ্য ও২ অ্যারিয়ানে বসেছিল ব্রিটের ৪৫তম আসর। এখানে ব্রিটিশ অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, ব্রিটিশ আর্টিস্ট অব দ্য ইয়ারের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছেন চার্লি।
চার্লি এক্সসিএক্স। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অবশেষে পারলেন চার্লি
প্রায় এক যুগ আগে এসেছে প্রথম অ্যালবাম। বিশ্বসংগীতের শ্রোতাদের কাছে তিনি অপরিচিত নন, তবে চলতি বছর এসে যেন নতুন করে পথ খুঁজে পেলেন চার্লি এক্সসিএক্স। এই ব্রিটিশ গায়িকার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ তাঁকে ক্যারিয়ারের পরের ধাপে পৌঁছে দিয়েছে। ভ্যারাইটি, বিবিসির বিচারে ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হয়েছে ‘ব্র্যাট’। অ্যালবামটির জন্যই ব্রিট অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতলেন গায়িকা। খবর এএফপির
গতকাল রাতে লন্ডনের দ্য ও২ অ্যারিয়ানে বসেছিল ব্রিটের ৪৫তম আসর। এখানে ব্রিটিশ অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, ব্রিটিশ আর্টিস্ট অব দ্য ইয়ারের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছেন চার্লি।
চার্লি এক্সসিএক্স। এএফপি