যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউক্রেন সংকট নিয়ে সম্মেলন শুরু হয়েছে। রোববার এই সম্মেলনের আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নিয়েছেন।

তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়ার সংকট সমাধানের উদ্দেশে সম্মেলন শুরুর আগে কিয়ার স্টারমার বিভিন্ন দেশের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, হোয়াইট হাউসে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে ঘটনা ঘটেছে, তা কেউ দেখতে চায় না।

স্টারমার বলেন, এখন আমাদের দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগোতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্স এবং সম্ভবত আরও এক–দুটি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। 

লন্ডনের সম্মেলনে ফ্রান্স ও ইতালি ছাড়াও জার্মানি, ডেনমার্ক, তুরস্ক, রোমানিয়া, ফিনল্যান্ড ও পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে যোগ দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। সম্মেলনের আগে মার্ক রুটে বলেন, এই জোটকে শক্তিশালী করার জন্য ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। ইউরোপের দেশগুলোকে আরও অর্থ দিতে হবে।

এর আগে গতকাল শনিবার যুক্তরাজ্যে জেলেনস্কিকে স্বাগত জানান কিয়ার স্টারমার। এদিন বিকেলেই দুজন একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। 

গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির বিতণ্ডার পরই লন্ডনে ইউরোপীয় নেতাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন ইউর প র ইউক র ন

এছাড়াও পড়ুন:

সিরাজগঞ্জে থানায় হামলা-অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা, থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় সলঙ্গা থানা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিখা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেতার নাম হেদায়েতুল আলম (৪৯)। তিনি সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা হেদায়েতুল আলমের বিরুদ্ধে দুটি মামলা আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে তিনি আত্মগোপনে ছিলেন। পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে তিনি বাড়িতে ফিরেছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্র-জনতার ওপর হামলা, হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের দুটি মামলায় হেদায়েতুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত নিবন্ধ