যশোরে আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা উদ্বোধন করা হয়েছে।

আদ্ দ্বীন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে দেশে আটটি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে আদ্ দ্বীন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে তাদের যুগান্তকারী সংযোজন হেলিকপ্টারযোগে বিনামূল্যে রোগী পরিবহন সেবা।

যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার বয়রায় অবস্থিত আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে আদ্ দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আটটি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাওয়া যাবে।

আরো পড়ুন:

বগুড়ার ক্লিনিকে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর 

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর কবীর বলেন, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। পাশাপাশি শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন ও বৈশ্বিক কানেকটিভিটি আরো সহজ করবে। একই সঙ্গে বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরো শক্তিশালী হবে। এটি দেশের সার্বিক এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.

আব্দুল মজিদ, কাস্টম হাউস ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালট্যান্ট মোসলেহ উদ্দিন ফরিদ।
 

ঢাকা/প্রিয়ব্রত/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর বহন

এছাড়াও পড়ুন:

অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’

গত ২৩ জানুয়ারি ঘোষণা করা হয় ৯৭তম অস্কারের মনোনয়নপ্রাপ্তদের তালিকা। সেরা সিনেমা বিভাগে মনোনয়ন পায় ১০টি সিনেমা। এগুলো হলো— ‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই এম স্টিল হেয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’, ‘উইকেড’।

বাংলাদেশ সময় ৩ মার্চ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল এবারের অস্কার আসর। সেরা সিনেমার পুরস্কার কার বরাতে, তা নিয়ে ছিল নানা জল্পনা। চূড়ান্ত আসর বসার আগেও ভবিষ্যদ্বাণী করেছেন চলচ্চিত্র সমালোচকরা। তারা মনোনয়ন পাওয়া ১০টি থেকে ৪টি সিনেমা চূড়ান্ত করেন। তাদের অনুমান ছিল— ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’। এই চার সিনেমার মধ্যে থেকে একটি জিতবে সেরার পুরস্কার। সর্বশেষ ঝলমলে সন্ধ্যায় সবাইকে পেছনে ফেলে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ‘আনোরা’।

‘আনোরা’ সিনেমা পরিচালনা করেছেন শন বেকার। এ সিনেমার জন্যই সেরা পরিচালক হিসেবে অস্কার পেয়েছেন শন, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী। সেরা মৌলিক চলচ্চিত্রের পুরস্কারও সিনেমাটির দখলে। চিত্রনাট্য রচনা করেছেন শন বেকার। সেরা সম্পাদনার পুরস্কারও পেয়েছে সিনেমাটি।

আরো পড়ুন:

অস্কারে বাজিমাত করলেন যারা

সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার

কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে একজন স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। তারপর দুজন বিয়ে করেন। কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প বলেছেন শন। সিনেমাটিতে স্ট্রিপ ড্যান্সারের চরিত্র রূপায়ন করেছেন মাইকি ম্যাডিসন।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নেয় ‘আনোরা’। মূলত, সেই সময় থেকেই আলোচনায় রোমান্টিক-কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমা।

শন বেকারের সঙ্গে ‘আনোরা’ প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৩ সালে নিউ ইয়র্কে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়। ২০২৪ সালের ২১ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায় এটি।

গত বছরের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘আনোরা’। দর্শকরা সিনেমাটি দেখতে চাইলে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে দেখতে পারবেন। আগামী ১৭ মার্চ থেকে জিও হটস্টারে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ