ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো বাস্তবায়নে নিয়মিত মনিটর করা হচ্ছে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যা ব, আনসার, কোস্ট গার্ড সদস্যদের নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে চলছে ‘ডেভিল হান্ট’ অভিযান। ঢাকা শহরের আশপাশে বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি ও আনসার সদস্যরাও যাতে ঢাকার অলিগলিতে টহল দিতে পারে, সেজন্য মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মশালা করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগে’র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি ঘটনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি, চেকপোস্ট ও অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিতের পাশাপাশি অতিরিক্ত টহল দল নিয়োজিত করা হয়েছে।

এদিকে ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধপ্রবণ স্থানগুলোতে যৌথ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্য প্রচারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোর ও গভীর রাতে ঝটিকা সফরে থানা, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিদর্শন করছেন। আইনশৃঙ্খলা-সংক্রান্ত প্রতিটি ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২৮

জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ২২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে গত রোববার দিবাগত রাত ১২টা থেকে রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ১ হাজার ২১ জন গ্রেপ্তার হলো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব তথ্য জানায়।

এছাড়া বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরো ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত গত ২০ দিনে মোট ১১ হাজার ৯২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩

সেলুনে দাড়ি কাটাতে গিয়ে আ.লীগ নেতা আটক

সাঁড়াশি অভিযান সম্পর্কে ডিএমপি জানায়, রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে ডিএমপির ৫০টি থানা ৬৫টি তল্লাশিচৌকি পরিচালনা করছে। পাশাপাশি ৫৫০টি টহল দল দায়িত্ব পালন করেছে।

ডিএমপি থেকে বলা হয়, গতকাল মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাত সন্দেহে ১৫ জন, ছিনতাইকারী সন্দেহে ২৪ জন, চাঁদাবাজ সন্দেহে ৫ জন, চোর সন্দেহে ১২ জন, মাদক কারবারি সন্দেহে ২৭ জন ও পরোয়ানাভুক্ত ৩০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ছয়টি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, একটি চাপাতি, দুটি কুড়াল, তিনটি পাইপ, একটি মাইক্রোবাস, চারটি মুঠোফোন ও ৬২ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩৭ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২৩৮ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন। সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা করা হয়েছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ১৪টি, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র‍্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করছে। এছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি তল্লাশিচৌকি পরিচালনা করেছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • রমজানে আরও জোরদার হচ্ছে অভিযান, থাকছে না ‘ডেভিল হান্ট’ নাম
  • বাড়ছে অপরাধ, কমছে প্রশাসনে আস্থা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেসব সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬ সিদ্ধান্ত
  • টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০
  • রমজা‌নে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান
  • সাঁড়াশি অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৮৩
  • কোনো অপরাধী যাতে ছাড় না পায়
  • রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২৮