বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ ফারজানা ইয়াসমিন। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

গত শুক্রবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান জিনাত আরা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগম ও শাহনাজ সুলতানা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব চ রপত

এছাড়াও পড়ুন:

গাজীপুরে এনসিপির বিক্ষোভে আ.লীগের নিষিদ্ধ করার দাবি

আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচ থেকে শুরু হয়ে সেতুর উভয় পাশ প্রদক্ষিণ করে মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ।

বিক্ষোভে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ, কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা সালাহ উদ্দিন, ছাত্র সংসদ নেতা আদনান সাকিবসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল শেষে মুগ্ধ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘পুনর্বাসনের ষড়যন্ত্র’ বন্ধের আহ্বান জানান। 

আরো পড়ুন:

রাজধানীতে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ১১ জন গ্রেপ্তার

মাগুরায় মাস্ক-হেলমেট পরে আ. লীগের ঝটিকা মিছিল

সমাবেশে অবসরপ্রাপ্ত মেজর মাহমুদ বলেন, ‘‘গণঅভ্যুত্থানের আট মাস পার হলেও এখনো শহীদ ও আহতদের নামের সরকারি গেজেট প্রকাশ হয়নি, যা দুঃখজনক। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।’’ 

তিনি আরো বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। সরকার যদি তাদের নিষিদ্ধ না করে বরং পুনর্বাসন করতে চায়, তবে এনসিপি তা প্রতিরোধ করবে।’’

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • গাজীপুরে এনসিপির বিক্ষোভে আ.লীগের নিষিদ্ধ করার দাবি
  • চাঁদা না দেওয়ায় সাবেক অধ্যক্ষের জমিতে পাঠাগার নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ