জাতীয় নাগরিক পার্টির কমিটিতে নারায়ণগঞ্জের ৫ জন
Published: 2nd, March 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে নারায়ণগঞ্জের পাঁচজন স্থান পেয়েছেন। তারা হলেন- প্রথম যুগ্ম সদস্য সচিব নারাণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব ফতুল্লার পাগলা এলাকার তামিম আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক সোনারগাঁয়ের তুহিন মাহমুদ, দক্ষিণাঞ্চলের সংগঠক পদে নারায়ণগঞ্জ শহরের শওকত আলী এবং সদস্য হিসেবে আছেন সদর থানা এলাকার আহমেদুর রহমান তনু।
গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে দলটির ২১৭ জনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।
জানাগেছে, প্রথম যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী পেশায় একজন আইনজীবী। তিনি জাতীয় নাগরিক কমিটিতেও যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের কোটা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন।
চব্বিশের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা তামিম আহমেদ ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। তিনি জাতীয় নাগরিক কমিটিতে কেন্দ্রীয় সদস্য ছিলেন।
এছাড়া যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বাসিন্দা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়া শওকত আলী পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপশি সামাজিক কাজে যুক্ত রয়েছেন বলে জানা যায়। একসময়ের সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী শওকত আলী জাতীয় নাগরিক কমিটিতেও কেন্দ্রীয় সদস্য ছিলেন।
আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জের সদর থানার নিতাইগঞ্জ এলাকার সন্তান। পেশায় ব্যবসায়ী তনু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক। তিনি সুশাসনের জন্য নাগরিক-সুজনের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ এল ক র ক কম ট কম ট ত আহম দ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে এতিমখানার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে শহরের দেওভোগ নগর পার্ক সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে এতিমখানার ছাত্রদের হাতে খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শাফিয়ান আহমেদ রিয়নের সভাপতিত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, বিএনপি নেতা সোহেল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব স্বপন, জেলা যুব সংহতি নেতা পারভেজ, জেলা জাতীয় ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, যুগ্ম আহ্বায়ক হাসান, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.হৃদয়, যুগ্ম আহ্বায়ক রাকিব, মহানগর নেতা সোয়াব, আনন্দসহ অনেকেই।