টানা তিন সিনেমা সুপারহিট, দুর্মূল্যের বাজারে ঈর্ষণীয় সাফল্যই বটে। অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রী যখন একটা হিট সিনেমার অংশ হতে হাপিত্যেশ করেন, তখন তাঁর তিন সিনেমাই হিট। তিনি আর কেউ নন, হালের আলোচিত দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০২৩ সালে ‘অ্যানিমেল’, ২০২৪ সালে ‘পুষ্পা ২’ সিনেমার পর গত ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ‘ছাবা’ সিনেমাও সুপারহিট। কিন্তু রাশমিকার এই সাফল্যের রহস্য কী? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টইমস, পিঙ্কভিলা অবলম্বনে।
ভালোই ছিলেন। দক্ষিণি সিনেমা করছিলেন, কোনোটা সুপারহিট, কোনোটা মোটামুটি ব্যবসা করছিল। কিন্তু ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, রাশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলেই যেন অন্তর্জালে ঝড় ওঠে।
রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়ালের কোপে বন্ধুকে হত্যা, বাবা-ছেলে আটক
কুমিল্লার তিতাসে রুবেল মিয়া (২৭) নামে এক তরুণকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়ালের কোপে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাস্তহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল মিয়া বাস্তহারার মৃত মো. আলী মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মো. জয়নাল আবেদীন ও তার ছেলে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দিয়েছেন।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার গাজীপুর বাস্তহারা এলাকায় ঘরে মোহাম্মদ আলী ও বন্ধু রুবেল আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর এক শিশু ঘরে রক্ত দেখে স্থানীয়দের জানায়। পরে লোকজন এসে রুবেলের মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় মোহাম্মদ আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে ঘটনাস্থল থেকে স্থানীয়র আটক করে পুলিশে খবর দেন। এ সময় একটি কুড়াল ও হাতুড়ি উদ্ধার করা হয়।
গাজীপুর গ্রামের শাহ আলী জানান, ‘রুবেল ও মোহাম্মদ আলী নেশা করে। ঘটনার পর মোহাম্মদ আলী বাড়ির পাশে নলকূপে গোসল করে বসে ছিল। তখন আমরা এসে তাকে আটক করে পুলিশকে খবর দেই। পুলিশ তাকেসহ তার বাবাকে ধরে নিয়ে গেছে।’
তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ‘খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’