ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পার্টির আত্মপ্রকাশের ঘোষণায় দলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহবুব আলম মাহিরের নাম ঘোষণা করা হয়।

মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন এবং ২০১৯ সালের বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে হাজী মুহাম্মদ মহসীন হলের এজিএস পদে প্রতিদ্বন্দিতা করেন।

আরো পড়ুন:

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন

বিএনপির সভায় গিয়ে আহত ঢাবির সাবেক শিক্ষকের মৃত্যু

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকত্তোর সম্পন্ন করেন। পরে তিনি আস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলোংগং থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কারো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ