থানা ঘেরাওয়ের হুমকি দেওয়া কর্মকর্তা রাসেল দলের কেউ নন: বিএনপি
Published: 2nd, March 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালীতে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়ে আলোড়ন সৃষ্টি করা সরকারি কর্মকর্তা শেখ রাসেল বিএনপির কেউ নন বলে জানিয়েছে জেলা বিএনপি।
গতকাল শনিবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপি এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার সম্পর্কে মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া শেখ রাসেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক পদে কর্মরত। ডিজির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বর্তমানে দপ্তরবিহীন অবস্থায় আছেন। বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। দলের ব্যানার ব্যবহার করে তিনি অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন।
গত শুক্রবার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখ রাসেল বলেন, ‘কে কী করেছে, কে আওয়ামী লীগ করেছে, সেটা না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। এদের পুলিশি অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। কিডা কোন দল করেছে, এটা দেখার বিষয় না।’
তাঁর বক্তব্যের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শেখ রাসেল কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাধারণ ব্যবহারকারীরাও গুগল সার্চের নতুন এআই মোড ব্যবহার করতে পারবেন
গুগল সম্প্রতি সার্চের জন্য নতুন ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোড’ চালু করেছে। এই মোড উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্চকে আরও বুদ্ধিমত্তাসম্পন্ন ও কার্যকর করে তুলবে। নতুন এই মোড ব্যবহারকারীদের সরাসরি সার্চ ফলাফলের পেজেই কাঙ্ক্ষিত তথ্যের সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করবে। ফলে অনেক ক্ষেত্রে আলাদা করে ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজনীয়তা কমে যাবে। প্রাথমিকভাবে এই সুবিধা কেবল গুগল ওয়ান এআই প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল। তবে এবার চালু হওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারণ গুগল ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়েছে।
গুগল সার্চের প্রচলিত অল ও ইমেজেস ট্যাবের পাশেই নতুন এআই মোড যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, এটি মূলত এআই ওভারভিউসের একটি উন্নত সংস্করণ। যা আরও গভীর বিশ্লেষণ, যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণ এবং মাল্টিমিডিয়া তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়িয়েছে। নতুন এই মোড বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর জন্য সংক্ষিপ্ত ও সুবিন্যস্ত আকারে উপস্থাপন করতে সক্ষম। ফলে সার্চ করা কোনো বিষয়ের উত্তর দ্রুত পাওয়া যাবে এবং একাধিক ওয়েবসাইট ঘেঁটে তথ্য খোঁজার প্রয়োজন কমে যাবে।
গুগল এখনো নিশ্চিত করেনি কবে নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে এই সুবিধা চালু করা হবে। তবে গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন জানিয়েছেন, ধাপে ধাপে এর ব্যবহার আরও বিস্তৃত করা হবে।
যারা আগে থেকেই গুগল ল্যাবসের এআই মোডের ওয়েটলিস্টে নাম লিখিয়েছেন, তাঁরা শিগগিরই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। নতুন ব্যবহারকারীরাও চাইলে গুগল ল্যাবসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এআই মোড ব্যবহারের জন্য আবেদন করতে পারেন। একবার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে গুগল ই–মেইলের মাধ্যমে নিশ্চিত করবে যে ব্যবহারকারী এ ফিচারটি সক্রিয় করতে পারবেন।
গুগল জানিয়েছে, এই মোড আরও উন্নত করতে বেশ কিছু নতুন সুবিধা যোগ করা হবে। ভবিষ্যতের আপডেটে ভিজ্যুয়াল রেসপন্স, আরও উন্নত ফরম্যাটিং এবং প্রাসঙ্গিক ওয়েবসাইটের তথ্য আরও কার্যকরভাবে উপস্থাপন করার ব্যবস্থা থাকবে। এতে ব্যবহারকারীরা আরও সহজে ও দ্রুত অনুসন্ধানের ফলাফল পেতে পারবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ