ফুটবলে গোলরক্ষকের জন্য আরও একটি নতুন নিয়ম হয়েছে। এখন থেকে খেলা চলাকালীন কোন গোলরক্ষক সময়ক্ষেপন করলে কর্ণার কিক দেবেন মাঠে থাকা রেফারি। 

নিয়মে বলা হয়েছে, গোলরক্ষক খেলা ধীর করার উদ্দেশ্যে বল ধরে ৮ সেকেন্ডের বেশি দেরি করলে রেফারি প্রতিপক্ষকে কর্ণার কিক উপহার দিতে পারবেন। 

গোলরক্ষকদের সময়ক্ষেপনের বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) কাছে সুপারিশ করা হলে তারা নতুন এই আইন করেছে। তবে আইনটি বাস্তবায়ন হবে ২০২৫ সালের জুনের ক্লাব বিশ্বকাপে। 

এর আগে গোলরক্ষকদের জন্য আরও কিছু আইন প্রণয়ন করা হয়েছে। যেমন- পেনাল্টি শটের সময় গোলরক্ষক গোল লাইনের বাইরে এসে শট ফেরালে তা বাতিল হবে এবং পুনরায় শট নেওয়া হবে। 

পেনাল্টি শটের সময় গোলরক্ষক গোলবার ও গোলপোস্ট স্পর্শ করতে পারবেন না। গোলরক্ষক ব্যাক পাস ধরতে পারবেন না। তা ধরলে ইনডাইরেক্ট ফ্রি কিক হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এম ল য় ন ম র ট ন জ

এছাড়াও পড়ুন:

ফুটবলে নতুন নিয়ম, গোলরক্ষক সময়ক্ষেপন করলেই কর্ণার 

ফুটবলে গোলরক্ষকের জন্য আরও একটি নতুন নিয়ম হয়েছে। এখন থেকে খেলা চলাকালীন কোন গোলরক্ষক সময়ক্ষেপন করলে কর্ণার কিক দেবেন মাঠে থাকা রেফারি। 

নিয়মে বলা হয়েছে, গোলরক্ষক খেলা ধীর করার উদ্দেশ্যে বল ধরে ৮ সেকেন্ডের বেশি দেরি করলে রেফারি প্রতিপক্ষকে কর্ণার কিক উপহার দিতে পারবেন। 

গোলরক্ষকদের সময়ক্ষেপনের বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) কাছে সুপারিশ করা হলে তারা নতুন এই আইন করেছে। তবে আইনটি বাস্তবায়ন হবে ২০২৫ সালের জুনের ক্লাব বিশ্বকাপে। 

এর আগে গোলরক্ষকদের জন্য আরও কিছু আইন প্রণয়ন করা হয়েছে। যেমন- পেনাল্টি শটের সময় গোলরক্ষক গোল লাইনের বাইরে এসে শট ফেরালে তা বাতিল হবে এবং পুনরায় শট নেওয়া হবে। 

পেনাল্টি শটের সময় গোলরক্ষক গোলবার ও গোলপোস্ট স্পর্শ করতে পারবেন না। গোলরক্ষক ব্যাক পাস ধরতে পারবেন না। তা ধরলে ইনডাইরেক্ট ফ্রি কিক হবে।

সম্পর্কিত নিবন্ধ