পরীক্ষা দিতে আসা ইবি ছাত্রলীগের ২ নেতাকর্মীকে মারধর, থানায় সোপর্দ
Published: 2nd, March 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের আটক করে ক্যাম্পাসস্থ থানায় সোপর্দ করা হয়।
আটক হওয়ারা হলেন- শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক মাজহারুল ইসলাম নাঈম ও ‘সক্রিয় ছাত্রলীগ কর্মী’ মারুফ আহম্মেদ। তারা উভয়েই সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, সকাল সাড়ে ১১টায় অনুষদ ভবনের ২৩১নং কক্ষে বিভাগটির চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। বিভাগকে না জানিয়ে নাঈম ও মারুফ পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিষয়টি জানতে পেরে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর কক্ষের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ শিক্ষার্থীরা জড়ো হন। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের থানায় নেওয়ার সময় ভবনের নিচতলায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মারুফকে মারধর করেন। পরবর্তীতে উভয়কে প্রক্টরিয়াল বডির গাড়িতে করে থানায় নেওয়া হয়। এ দিকে তাদের পরীক্ষার লিখিত উত্তরপত্র বিভাগের শিক্ষক শ্যাম সুন্দর সরকার কেটে দেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, আটক নাঈম ও মারুফ ক্ষমতা দেখিয়ে ক্যাম্পাসের দোকানগুলো থেকে ফাও খাওয়া, শিবির ট্যাগ দিয়ে হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া ও নির্যাতন করা, নিজ বিভাগের শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়া, জুনিয়রদের র্যাগ দেওয়াসহ নানা অপরাধমূলক কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। ৫ আগস্টের পর এসব অভিযোগ তুলে অনুষদ ভবনের সামনে মারুফকে ধরিয়ে দিতে ‘নির্যাতিত সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একটি পোস্টার টানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসরদের কোনো ছাড় হবে না। যারা তাদের প্রশ্রয় দেবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। যেসব খুনিদের হাতে শহীদদের রক্ত লেগে আছে তাদের কার্যক্রম চালানোর অধিকার নেই।’
বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, তারা আমাদের না জানিয়েই পরীক্ষা দিতে এসেছিল। জানার পর তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড.
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন মামলা তাদের চালান করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: থ ন য় স পর দ পর ক ষ
এছাড়াও পড়ুন:
বেসরকারি প্রতিষ্ঠানে ৪০০ জনকে নিয়োগ
বেসরকারি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা ২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৪০০ জন
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আরও পড়ুনসেতু কর্তৃপক্ষে চাকরি, নবম থেকে ২০তম গ্রেডে পদ ৬৬, আবেদন শেষ কাল০১ মার্চ ২০২৫বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
আবেদনের বয়স: ১৮-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা৩ ঘণ্টা আগে