লামিসার ৭ম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল
Published: 2nd, March 2025 GMT
দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও মরহুম দৌলত হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খানের একমাত্র কন্যা মনতাজিম খান লামিসার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ মার্চ) বাদ আছর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লামিসার পরিবারের পক্ষ থেকে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মনতাজিম খান লামিসার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের সভাপতি এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ও দ য়
এছাড়াও পড়ুন:
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেছেন সেনাপ্রধান
তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান তাঁর এই সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ ছাড়া সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সেনাপ্রধানের।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এ ছাড়া ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৯৬১ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় ১১ জন সেনাসদস্য জীবন উৎসর্গ করেছেন।