কুমিল্লা নগরের মডার্ন হাইস্কুলের কয়েকজন ছাত্রীকে বিদ্যালয়ের মধ্যেই হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার চেয়ে রোববার দুপুরে বিদ্যালয়টির ভবনে সামনে সংবাদ সম্মেলন করে কয়েকজন ছাত্রী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের মুখপাত্র জাবেদ আহমেদ ভূঁইয়া ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেমের ইন্ধনে ছাত্রীদের হেনস্তা করা হয়েছে।

তবে জাবেদ আহমেদ ও আবুল কাশেম অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সায়িদা সায়মা চিশতী (রোদেলা), দশম শ্রেণির ছাত্রী সাবিহা সাইয়ারা (নিয়ন), কাসপিয়া মুনতাহা (কুমকুম), উম্মে হাবিবা, নবম শ্রেণির সায়িদা সামিহাসহ কয়েকজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সায়িদা সায়মা চিশতী বলে, ‘৫ আগস্টের পর আমাদের স্কুলের দুর্নীতিগ্রস্ত তিনজন শিক্ষককে আমরা স্কুল থেকে প্রত্যাখ্যান করি। তাঁরা হলেন প্রধান শিক্ষক আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার ও আবুল কাশেম। ৫ আগস্টের পর তিনজন শিক্ষকই আওয়ামী দোসরদের মতো স্কুল থেকে পালিয়ে যান। তাঁরা বিগত সময়ে স্কুলকে জিম্মি করে রেখেছিলেন। তাঁরা স্কুলকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। আমাদের আন্দোলনের কারণে প্রধান শিক্ষক তাঁর পদত্যাগপত্র জমা দেন জেলা প্রশাসকের কাছে। সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদারকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেন সাবেক সভাপতি। কিন্তু আরেক সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নেয়নি প্রশাসন।’

‘জেলা প্রশাসক স্কুলের দুর্নীতি বের করতে একটি তদন্ত কমিটি গঠন করলেও আমরা এখনো সেই তদন্তের কোনো ফল পাইনি’ বলে লিখিত বক্তব্যে উল্লেখ করে সায়িদা সায়মা চিশতী। সে বলে, ‘দীর্ঘ সাত মাস পর একটি মহলের সহযোগিতায় বিনা অনুমতিতে আবুল কাশেম স্কুলে প্রবেশ করে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তাঁকে সহায়তা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের মুখপাত্র জাবেদ আহমেদ ভূঁইয়া। সাত মাস পালিয়ে থাকার পর জাবেদ আহমেদ ভূঁইয়ার ওপর ভর করে আবুল কাশেম স্কুলে প্রবেশের চেষ্টা করেন। গত ১০ ফেব্রুয়ারি জাবেদ আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে একদল প্রাক্তন ছাত্র এবং গুটি কয়েক বর্তমান শিক্ষার্থী (ছেলে) আবুল কাশেমকে নিয়ে স্কুলে প্রবেশ করে হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ার চেষ্টা করেন। জাবেদ আহমেদ ভূঁইয়া পুরো ঘটনার নেতৃত্ব দিয়েছেন।’

লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত ২৫ ফেব্রুয়ারি হঠাৎ চোরের মতো স্কুলে প্রবেশ করে নিজের চেয়ারে বসে পড়েন আবুল কাশেম। এই কাজেও তাঁকে সহায়তা করে মুখপাত্র জাবেদ আহমেদ ভূঁইয়া। তিনি সেদিন স্কুলে হঠাৎ প্রবেশ করে স্কুলের কয়েকজন ছাত্রীকে কাশেম স্যারের সঙ্গে সমস্যা সমাধান করে তাঁকে মেনে নিতে চাপ দেন। না হলে স্কুলের ক্ষতির ভয়ও দেখান। জাবেদ আহমেদ ভূঁইয়া ক্লাস ক্যাপ্টেন ছয়জনকে নিচে নামিয়ে আনেন এবং তাদের স্কুলের সবার পক্ষে কাশেম স্যারের সঙ্গে সমস্যা সমাধান করে নেওয়ার কথা বলেন। তবে আমাদের স্কুলের ছাত্রীরা তাতে অস্বীকৃতি জানায়। পরবর্তী সময়ে সব আন্দোলনকারী শিক্ষার্থীরা কাশেম স্যারের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাঠে নেমে আসে। একপর্যায়ে জাবেদ আহমেদ ভূঁইয়া ও আবুল কাশেমের ইন্ধনে পাঁচজন মেয়ে শিক্ষার্থীর গায়ে ধাক্কা দেয় কয়েকজন ছেলে শিক্ষার্থী। সেই সময় জাবেদ আহমেদ ভূঁইয়ার ১০ ফেব্রুয়ারির বিতর্কিত কাজের সমালোচনা করলে তিনি শিক্ষার্থীদের (ছাত্রীদের) হেনস্তা করেন এবং ছাত্রলীগ স্টাইলে হুমকি দিয়ে আসছেন। ২৫ ফেব্রুয়ারির পর তাঁর পক্ষে অনেকে আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। এমনকি মেয়েদের বাসায়ও ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাঁকে ছাত্র প্রতিনিধি মানতে রাজি নই।’

ছাত্রীরা যখন সংবাদ সম্মেলন করছিল, তখন বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাবেদ আহমেদ ভূঁইয়া। এসব বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তাদের এসব কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা একটি অভিযোগেরও প্রমাণ দিতে পারবে না। তারা যদি প্রমাণ দিতে না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। মূলত বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কয়েকটি গ্রুপিং চলছে। শিক্ষকদের একটি গ্রুপই ছাত্রীদের দিয়ে সংবাদ সম্মেলন করিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ইন্ধন দিয়ে কোনো ছাত্রীকে হেনস্তা করিনি, বরং তারাই (শিক্ষার্থীরা) আমাকে হেনস্তা করেছে। তাদের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা একটি মহলের ইন্ধনে আমাকে স্কুলে যোগদান করতে দিচ্ছে না।’

দশম শ্রেণির ছাত্রী সাবিহা সাইয়ারা বলে, ‘আমরা বলে দিতে চাই, মডার্ন স্কুল কোনো রাজনীতি চর্চার জায়গা না। আমরা প্রশাসনকেও ধিক্কার জানাই। সাত মাস পরও কেন মডার্ন স্কুল অস্থিতিশীল? প্রশাসনকে দ্রুত এর সমাধান করতে হবে। স্কুল প্রশাসনকে কাশেম স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা হতাশা প্রকাশ করছি, পাঁচ কর্মদিবস চলে গেলেও প্রশাসন ছাত্রীদের প্রতি হওয়া অবিচারের কোনো বিচার করেনি। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা চাই।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জ ব দ আহম দ ভ আম দ র সহক র

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার বিরুদ্ধে ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ তাঁর (শেখ হাসিনার) বিরুদ্ধে পাওয়া গেছে। এটা আদালতে আমরা প্রমাণ করব ইনশা আল্লাহ। সেটার ওপর বাকি তৎপরতা অব্যাহত আছে। আমরা অকাট্যভাবে প্রমাণ করব তাঁর অপরাধ।’

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন তৈরি করতে ব্যাপক কাজ করেছে বলেও জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ‘চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনো হাতে আসে নাই। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে।’

ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, কোনো মামলায় তদন্ত শেষে প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপর পর্যালোচনা ও যাচাই শেষে সেই প্রতিবেদন চূড়ান্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। প্রতিবেদন চূড়ান্ত করার পর তা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর বা তাঁর কার্যালয়।

কবে নাগাদ শেখ হাসিনার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, তা জানতে চাইলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের প্রক্রিয়া চলছে এখন। …যেকোনো সময় দাখিল হয়ে যাবে।’

গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলা (বিবিধ মামলা বা মিস কেস) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

এ মামলায় আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় নির্ধারণ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ আনা হয়েছে, অন্যটিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ