ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভিডিও দিয়ে প্রতারণা
Published: 2nd, March 2025 GMT
ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান কালো টুপি এবং শার্ট পরে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলছেন। গত বছর তার নির্বাচনের পর তিনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন তা জানতে চাইছেন দর্শকদের কাছে।
নভেম্বরে পোস্ট করা ক্লিপে প্রাবো জানতে চেয়েছিলেন, “কে আমার কাছ থেকে সাহায্য পায়নি? এখন আপনাদের কী প্রয়োজন?”
কিন্তু ইন্দোনেশিয়ার নেতার মুখের নড়াচড়া এবং চোখের পলক ফেলার দৃশ্যটি সবকিছু ওলটপালট করে দেয়। পুলিশের তদন্তে ধরা পড়ে এটি প্রতারণামূলক ডিপফেক কেলেঙ্কারির অংশ। ইন্দোনেশিয়ার ২০টি প্রদেশে প্রতারণার এ কাণ্ড ঘটেছে।
বার্তাটির ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে এবং ‘প্রশাসনিক ফি’ হিসেবে দুই লাখ ৫০ হাজার রুপি (১৫-৬০ ডলার) জমা দিতে বলা হয়েছিল, যাতে সাহায্য পাওয়া যায়। যারা জমা দিয়েছিলেন সেই অর্থ তারা আজো পর্যন্ত সাহায্য পাননি।
গত বছরের ইন্দোনেশিয়ার নির্বাচনের পর থেকে বিশেষজ্ঞরা ডিপফেকের জোয়ারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে প্রতারকরা বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আর ভুক্তভোগীরা বলছেন যে, প্রতারণার ধরণ এতটাই উন্নত যে অন্যদেরও প্রতারিত হওয়ার ঝুঁকিতে ফেলে।
ডিপফেক ভিডিও দেখার পর প্রতারকদের হাতে দুই লাখ রুপি তুলে দেওয়া ৫৬ বছর বয়সী আরিয়ানি বলেন, “মানুষের আরো সতর্ক থাকা উচিত। পুরস্কারের প্রলোভনে সহজে বোকা হবেন না। আমার টাকার প্রয়োজন, কিন্তু তার বদলে আমাকে টাকা পাঠাতে বলা হচ্ছে। তারা এমনকি আমার সাথে ভিডিও কলও করেছে, যেন আমি সরাসরি তাদের সাথে কথা বলছি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইন দ ন শ য
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।