ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান কালো টুপি এবং শার্ট পরে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলছেন। গত বছর তার নির্বাচনের পর তিনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন তা জানতে চাইছেন দর্শকদের কাছে।

নভেম্বরে পোস্ট করা ক্লিপে প্রাবো জানতে চেয়েছিলেন, “কে আমার কাছ থেকে সাহায্য পায়নি? এখন আপনাদের কী প্রয়োজন?”

কিন্তু ইন্দোনেশিয়ার নেতার মুখের নড়াচড়া এবং চোখের পলক ফেলার দৃশ্যটি সবকিছু ওলটপালট করে দেয়। পুলিশের তদন্তে ধরা পড়ে এটি  প্রতারণামূলক ডিপফেক কেলেঙ্কারির অংশ। ইন্দোনেশিয়ার ২০টি প্রদেশে প্রতারণার এ কাণ্ড ঘটেছে।

বার্তাটির ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে এবং ‘প্রশাসনিক ফি’ হিসেবে দুই লাখ ৫০ হাজার রুপি (১৫-৬০ ডলার) জমা দিতে বলা হয়েছিল, যাতে সাহায্য পাওয়া যায়। যারা জমা দিয়েছিলেন সেই অর্থ তারা আজো পর্যন্ত সাহায্য পাননি।

গত বছরের ইন্দোনেশিয়ার নির্বাচনের পর থেকে বিশেষজ্ঞরা ডিপফেকের জোয়ারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে প্রতারকরা বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আর ভুক্তভোগীরা বলছেন যে, প্রতারণার ধরণ এতটাই উন্নত যে অন্যদেরও প্রতারিত হওয়ার ঝুঁকিতে ফেলে।

ডিপফেক ভিডিও দেখার পর প্রতারকদের হাতে দুই লাখ রুপি তুলে দেওয়া ৫৬ বছর বয়সী আরিয়ানি বলেন, “মানুষের আরো সতর্ক থাকা উচিত। পুরস্কারের প্রলোভনে সহজে বোকা হবেন না। আমার টাকার প্রয়োজন, কিন্তু তার বদলে আমাকে টাকা পাঠাতে বলা হচ্ছে। তারা এমনকি আমার সাথে ভিডিও কলও করেছে, যেন আমি সরাসরি তাদের সাথে কথা বলছি।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইন দ ন শ য

এছাড়াও পড়ুন:

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৮ লাখ ৯৭ হাজার ৩১৩ টি শেয়ার ৪৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ১৩ কোটি ৮৪ লাখ টাকার , বীচ হ্যাচারি ২ কোটি ৮৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

সম্পর্কিত নিবন্ধ