খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
Published: 2nd, March 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম রমজানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মাদরাসা ও এতিমখানা’র শিক্ষক-ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মুহাম্মদ টি এইচ তোফা।
রবিবার (২ মার্চ) সিদ্ধিরগঞ্জের ‘নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা ক্বারী মোহাম্মদ আলী মর্তুজা‘র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সংগ্রামী সভাপতি, নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি, আল-মদিনা জামে মসজিদ কমপ্লেক্সর সভাপতি, সিদ্ধিরগঞ্জ মানবকল্যান পরিষদ, ইকরা ইসলামী পাঠাগারের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা।
এছাড়াও এই ইফতারে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রতিষ্ঠানের সদস্য, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে ধর্মীয় আলোচনা করা হয়। মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে, দেশবাসীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে মাদরাসার ও এতিখানার ছাত্রদের নিয়ে ইফতারি করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ম দর স ইফত র
এছাড়াও পড়ুন:
ভিডিও করার সময় পা ফসকে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।