পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম রমজানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মাদরাসা ও এতিমখানা’র শিক্ষক-ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মুহাম্মদ টি এইচ তোফা।   

রবিবার (২ মার্চ) সিদ্ধিরগঞ্জের ‘নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা ক্বারী মোহাম্মদ আলী মর্তুজা‘র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সংগ্রামী সভাপতি, নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি, আল-মদিনা জামে মসজিদ কমপ্লেক্সর সভাপতি, সিদ্ধিরগঞ্জ মানবকল্যান পরিষদ, ইকরা ইসলামী পাঠাগারের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা।

এছাড়াও এই ইফতারে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রতিষ্ঠানের সদস্য, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে ধর্মীয় আলোচনা করা হয়। মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে, দেশবাসীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে মাদরাসার ও এতিখানার ছাত্রদের নিয়ে ইফতারি করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ম দর স ইফত র

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে পিকআপকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

মাদারীপুরে পিকআপকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে মরিয়ম বিবি (৫৫) নামে একজন বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার অংকুর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মরিয়ম বিবি সমাদ্দার এলাকার আজিজুল সরদারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পপুলার পরিবহন নামে একটি যাত্রীবাহী লোকাল বাস মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিলো। পথিমধ্যে সমাদ্দার এলাকার অংকুর অফিসের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয় এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

সাবলু নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, পিকআপটিকে একটি সাকুরা পরিবহনের বাস ওভারটেক করে চলে যায়। এসময় লোকাল বাসটি চাপ খেয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ডানে মোড় দিলে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের অফিসার সফিক বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছি এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।”

ঢাকা/বেলাল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ