আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল শিক্ষা বোর্ডে দুই কর্মকর্তাকে যোগদানে বাধা দেয় কর্মচারী সংঘ। তারা কর্মকর্তাদের দুটি কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। দুই কর্মকর্তা হলেন, উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ ও উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান।

পরে সাংবাদিকদের উপস্থিতিতে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী দুই কর্মকর্তার কক্ষের তালা খুলে দেন ও যোগদানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।

বিএম কলেজের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান ও যশোরের কলেজের সহযোগী অধ্যাপক হাসান মাহমুদকে সম্প্রতি বরিশাল শিক্ষা বোর্ডের উল্লেখিত পদে পদায়ন করে শিক্ষা অধিদপ্তর। যোগদান করতে তারা রোববার দুপুরে বোর্ডে আসেন। এ সময় কর্মচারীদের তোপের মুখে পড়েন।

কর্মচারী নেতা ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, মো.

কামরুজ্জামান বিএম কলেজে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ নিয়ন্ত্রিত শিক্ষক পরিষদ ও হাসান মাহমুদ আওয়ামী লীগপন্থি শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। তারা আওয়ামী লীগ সরকারের দোসর।

চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী বলেন, দু’জন সহযোগী অধ্যাপককে মন্ত্রণালয় বোর্ডে পদায়ন করেছে। তাদের যোগদানে ঝামেলা হলেও তা মেটানো হয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল আওয় ম ল গ দ ই কর মকর ত

এছাড়াও পড়ুন:

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র।

সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ