আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর ‘এ’ গ্রুপের দলগুলোকে পাকিস্তান ও আরব আমিরাতে দৌড়াতে হয়েছে। কেবল ভারত ছাড়া। তারা দুবাইতে অবস্থান করে খেলছে সেখানেই। তাদের কোনো দৌড়াদৌড়ি নেই। এছাড়া বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও পাকিস্তানকে দৌড়াতে হয়েছে দুই দেশে।

এবার সেই তালিকায় যুক্ত হলো ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লেখানো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও। যেহেতু এখনও ‘এ’ গ্রুপের খেলা শেষ হয়নি। এখনও জানা যায়নি কে গ্রুপসেরা হবে আর কে হবে রানার্স-আপ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। আর রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।

আজকের (০২ মার্চ, ২০২৫) ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচের পর জানা যাবে অস্ট্রেলিয়া ও প্রোটিয়ারা কাকে পেয়েছে প্রতিপক্ষ হিসেবে। এখন ভারত গ্রুপসেরা হলে অস্ট্রেলিয়া খেলবে তাদের বিপক্ষে। সেহেতু অজিদের যেতে হবে দুবাইতে। আবার যদি ভারত গ্রুপ রানার্স-আপ হয় তাহলে দক্ষিণ আফ্রিকা পাবে তাদের। তাই প্রোটিয়াদেরও যেতে হবে মরুর দেশে। যেহেতু এখনও নির্ধারিত হয়নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোন দল ভারতকে পাবে তাই সম্ভাবনা মাথায় রেখে দুটি দলকেই দুবাইতে উড়াল দিতে হয়েছে পাকিস্তান থেকে।

আরো পড়ুন:

ভারতকে ২৪৯ রানের বেশি করতে দেয়নি নিউ জিল্যান্ড

তামিমের সহায়তায় অবশেষে দল পেলেন লিটন

শুক্রবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অস্ট্রেলিয়া লাহোর থেকে চার্টার্ড ফ্লাইটে দুবাইর উদ্দেশ্যে রওয়ানা করে। শনিবার ও রবিবার তারা দুবাইতে অবস্থিত আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার ম্যাচ খেলার পর করাচি থেকে দুবাইর উদ্দেশ্যে যাত্রা করে দক্ষিণ আফ্রিকা। তারা রবি ও সোমবার অনুশীলন করবে।

একটি সেমিফাইনাল তো পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তাহলে দুটি দলকেই কেন দুবাইতে উড়ে যেতে হলো?

আইসিসি অবশ্য এ বিষয়ে দল দুটিকে জানিয়েছে, ‘‘এটার মানে হলো আমরা তো জানি না কোন দলকে দুবাই গিয়ে সেমিফাইনাল খেলতে হবে। যতোক্ষণ না নিউ জিল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচ শেষ হবে ততোক্ষণ জানার সুযোগও নেই। ফলশ্রুতিতে সাম্যতা ও সব দলের প্রস্তুতির সমান সুবিধা নিশ্চিত করতে যে দুটি দল ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে তারা দুবাইতে ভ্রমণ করবে পাকিস্তানে তাদের গ্রুপপর্বের ম্যাচ শেষ হওয়ার পর। এরপর যখন নির্ধারিত হবে যে কোন দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে তাদেরকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ দেওয়া হবে।’’

মঙ্গলবার (০৪ মার্চ) দুবাইতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। আর বুধবার (০৫ মার্চ) লাহোরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ম ফ ইন ল

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড এবার বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়মে বিদেশি পাসপোর্টধারী সব পর্যটকের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) বাধ্যতামূলক করেছে দেশটি। আগামী মে মাস থেকে এ নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (১ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি)।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দেশটির পর্যটন শিল্পের প্রচার এবং পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া ওই নির্দেশনায় ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড বলেছে, থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! আগামী ১ মে, ২০২৫ থেকে আকাশপথে, স্থলপথে বা সমুদ্রপথে থাইল্যান্ডে আসার আগেই থাই নাগরিক নন এমন সকলকে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) পূরণ করতে হবে।

এতে আরো বলা হয়েছে, নতুন এই ডিজিটাল ব্যবস্থা অভিবাসন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ এবং আরো নিরাপদ করে তুলবে। এখন থেকে আর কাগজের ফর্মের প্রয়োজন নেই।

নির্দেশনায় বলা হয়েছে, থাইল্যান্ডে আসার আগে তিন দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন করতে হবে এখানে—https://tdac.immigration.go.th । ভুলে যাবেন না— আগামী ১ মে, ২০২৫ থেকে টিডিএসি বাধ্যতামূলক।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। দেশটিতে প্রতিবছর বহু পর্যটক ভ্রমণ করেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • মা-বাবা বেঁচে নেই এখনও জানে না আরাধ্যা 
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, সেলসের অভিজ্ঞতা থাকতে হবে
  • থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড
  • শহীদ রাসেলের ছোট্ট মেয়ে এখনও বাবা ফিরে আসার অপেক্ষায়
  • স্কুলের ধ্বংসস্তূপে সন্তানদের নাম ধরে ডাকছেন বাবা-মায়েরা
  • শহীদ রাসেলের ছোট্ট মেয়ে এখনও বাবার ফিরে আসার অপেক্ষায়
  • মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২ হাজার ছাড়াল
  • ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় মিয়ানমারে, সাতদিনের শোক ঘোষণা
  • স্কুলের ধ্বংসস্তূপে সন্তানদের নাম ধরে ডাকছেন অসহায় বাবা-মায়েরা
  • বিধ্বস্ত স্কুলে সন্তানদের নাম ধরে ডাকছেন অসহায় বাবা-মায়েরা