ভারতের কারণে অস্ট্রেলিয়ার পর দ. আফ্রিকাও গেল দুবাইতে
Published: 2nd, March 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর ‘এ’ গ্রুপের দলগুলোকে পাকিস্তান ও আরব আমিরাতে দৌড়াতে হয়েছে। কেবল ভারত ছাড়া। তারা দুবাইতে অবস্থান করে খেলছে সেখানেই। তাদের কোনো দৌড়াদৌড়ি নেই। এছাড়া বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও পাকিস্তানকে দৌড়াতে হয়েছে দুই দেশে।
এবার সেই তালিকায় যুক্ত হলো ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লেখানো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও। যেহেতু এখনও ‘এ’ গ্রুপের খেলা শেষ হয়নি। এখনও জানা যায়নি কে গ্রুপসেরা হবে আর কে হবে রানার্স-আপ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। আর রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
আজকের (০২ মার্চ, ২০২৫) ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচের পর জানা যাবে অস্ট্রেলিয়া ও প্রোটিয়ারা কাকে পেয়েছে প্রতিপক্ষ হিসেবে। এখন ভারত গ্রুপসেরা হলে অস্ট্রেলিয়া খেলবে তাদের বিপক্ষে। সেহেতু অজিদের যেতে হবে দুবাইতে। আবার যদি ভারত গ্রুপ রানার্স-আপ হয় তাহলে দক্ষিণ আফ্রিকা পাবে তাদের। তাই প্রোটিয়াদেরও যেতে হবে মরুর দেশে। যেহেতু এখনও নির্ধারিত হয়নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোন দল ভারতকে পাবে তাই সম্ভাবনা মাথায় রেখে দুটি দলকেই দুবাইতে উড়াল দিতে হয়েছে পাকিস্তান থেকে।
আরো পড়ুন:
ভারতকে ২৪৯ রানের বেশি করতে দেয়নি নিউ জিল্যান্ড
তামিমের সহায়তায় অবশেষে দল পেলেন লিটন
শুক্রবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অস্ট্রেলিয়া লাহোর থেকে চার্টার্ড ফ্লাইটে দুবাইর উদ্দেশ্যে রওয়ানা করে। শনিবার ও রবিবার তারা দুবাইতে অবস্থিত আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার ম্যাচ খেলার পর করাচি থেকে দুবাইর উদ্দেশ্যে যাত্রা করে দক্ষিণ আফ্রিকা। তারা রবি ও সোমবার অনুশীলন করবে।
একটি সেমিফাইনাল তো পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তাহলে দুটি দলকেই কেন দুবাইতে উড়ে যেতে হলো?
আইসিসি অবশ্য এ বিষয়ে দল দুটিকে জানিয়েছে, ‘‘এটার মানে হলো আমরা তো জানি না কোন দলকে দুবাই গিয়ে সেমিফাইনাল খেলতে হবে। যতোক্ষণ না নিউ জিল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচ শেষ হবে ততোক্ষণ জানার সুযোগও নেই। ফলশ্রুতিতে সাম্যতা ও সব দলের প্রস্তুতির সমান সুবিধা নিশ্চিত করতে যে দুটি দল ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে তারা দুবাইতে ভ্রমণ করবে পাকিস্তানে তাদের গ্রুপপর্বের ম্যাচ শেষ হওয়ার পর। এরপর যখন নির্ধারিত হবে যে কোন দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে তাদেরকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ দেওয়া হবে।’’
মঙ্গলবার (০৪ মার্চ) দুবাইতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। আর বুধবার (০৫ মার্চ) লাহোরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ
মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পোস্টে বলা হয়, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তাঁর আত্মত্যাগের স্বীকৃতি। তাঁর আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’
আরও পড়ুনএবার কোন যোগ্যতায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, জানালেন শিক্ষা ও আইন উপদেষ্টা২০ ঘণ্টা আগেগতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় পুরস্কারসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। এ কমিটির আহ্বায়ক শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এবার স্বাধীনতা পুরস্কারের জন্য কাদের নাম সুপারিশ করা হয়েছে, সে বিষয়ে গতকাল ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, যাঁরা বাংলাদেশের জন্য জীবনব্যাপী অবদান রেখেছেন এবং নতুন কিছু তৈরি করেছেন যার ধারাবাহিকতা এখনো চলছে। সেটি যেকোনো ক্ষেত্রে—সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান বা সমাজসেবার ক্ষেত্রে নতুন ধারা, যেটি এখনো সারা দেশকে প্রভাবিত করে। কিন্তু আগে তাঁদের সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।
তবে নাম চূড়ান্ত হয়নি জানিয়ে গতকাল ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, এটি সুপারিশ।
আজ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ফেসবুকে জানালেন, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন।
জাতীয় পুরস্কারসংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি গতকাল বলেছিলেন, ‘আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন, এ পুরস্কার (স্বাধীনতা পদক) দেখে আপনারা আরও খুশি হবেন।’ এবার ১০ জনের কম মানুষকে এই পুরস্কার দেওয়া হবে বলে গতকাল জানান আইন উপদেষ্টা।
আরও পড়ুনডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ, রায় যেকোনো দিন২৪ ফেব্রুয়ারি ২০২৫