১৯৯৮ থেকে ২০২৫—এই ২৭ বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি ৩২টি ম্যাচ খেলেছে ভারত। দুবাইয়ে আজ ৩২তম ম্যাচে এসেই একটি প্রথমের দেখা পেল ভারতীয়রা। ভারতকে সেই ‘প্রথম’টা উপহার দিলেন ম্যাট হেনরি।

নিউজিল্যান্ড পেসার আজ ৫ উইকেট নিয়েছেন ভারতের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে এর আগে কোনো বোলার ৫ উইকেট নিতে পারেননি। দুবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে আজকের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা বোলিং ছিল নাভিদ-উল-হাসান। পাকিস্তানি পেসার ২০০৪ সালে এজবাস্টনে ২৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন ফাস্ট বোলার শোয়েব আখতারও।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সেরা বোলিং

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ৫ উইকেট পেলেন হেনরি। প্রথম দুজন শেইন ও’কনর ও জ্যাকব ওরামও ছিলেন পেসার। বাঁহাতি পেসার ও’কনর ২০০০ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানে নেন ৫ উইকেট। চার বছর পর ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৬ রানে ৫ উইকেট নেন ওরাম।

আরও পড়ুন৩০০–তে ব্যর্থ কোহলি, বেশির ভাগই তাই; একমাত্র সেঞ্চুরিটা কার১ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফিতে সব মিলিয়ে ৫ উইকেট নেওয়ার ঘটনা ১৪টি। কোনো বোলার একাধিকবার ৫ উইকেট পাননি। ১৯৯৮ সালে ঢাকায় প্রথম টুর্নামেন্টের ফাইনালে প্রথমবার ৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এটিই ছিল চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিং। ওই দিন এজবাস্টনে কেনিয়ার বিপক্ষে ১১ রানে ৫ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা বোলিং শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৫ উইক ট ন প রথম

এছাড়াও পড়ুন:

অবৈধ সম্পদের মামলায় শাহরিয়ার ও জ্যাকব

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে বিপুল অংকের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে জ্যাকবের স্ত্রী নিলীমা নিগার সুলতানার বিরুদ্ধেও সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রথম মামলায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে ২৭ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৪৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ৬টি ব্যাংক হিসাবে ২৬০ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৭৩০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর শাহরিয়ার আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এর আগেই, ২৩ ডিসেম্বর আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়।

অন্যদিকে, পৃথক মামলায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১০ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া, জ্যাকবের স্ত্রী নিলীমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকার সম্পদের তথ্য পাওয়ায়, তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • অবৈধ সম্পদের মামলায় শাহরিয়ার ও জ্যাকব