পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক কন্যাসন্তান: আসিফ
Published: 2nd, March 2025 GMT
দীর্ঘ ক্যারিয়ারে অগণিত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ আকবর। পেয়েছেন বাংলা সংগীতের যুবরাজ উপাধি। সেই শুরু থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরে বিশাল ফ্যানবেজ রয়েছে আসিফের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব জনপ্রিয় এ শিল্পী। এবার কন্যাসন্তান নিয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন। তাঁর মতে, পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যাসন্তান।
নিজের ফেসবুকে কন্যাকে নিয়ে আসিফ লিখেছেন, ‘আমি বিশ্বাস করি মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা। পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যাসন্তান। স্বয়ং আল্লাহ কন্যাসন্তান দান করে খুশী হন। ৩৪ মাস বয়সী মেয়ে আমার, জীবনের মোড় ঘুরিয়ে দেয়া নীহারিকার মত এক ধূমকেতু আইদাহ্ আসিফ রঙ্গন।
নিজের মেয়েকে ফুলের সাথে তুলনা করে গায়ক লিখেছেন, কন্যাসন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। রঙ্গন সবসময়ই আমার প্রিয় ফুল। এ জন্যই ওর মা মেয়ের নাম রেখেছে রঙ্গন। ফুললেদের আলতো আদরেই রাখতে হয়। পুরুষের জীবনে নারী কন্যা- প্রেমিকা/ জায়া-জননী রূপে বারবার ফিরে আসবেই। আমার মেয়ে আইদাহ্ এর ব্যতিক্রম নয়, সে এক অদ্ভুত মায়া!! ভালবাসা অবিরাম।
আসিফ আরও বলেন, ‘শৈশবে অন্যের বাগানের ফুল চুরি করে স্কুলের ম্যামদের উপহার দিতাম। যদিও ভোরের কুয়াশাভেজা তরতাজা ফুলগুলো ছিড়তে খারাপ লাগত! সেই ভোরেই আবার পূজারী আন্টিদেরও শিউলী আর জবা ফুলের যোগান দিতে পেরে খুব খুশী হতেন।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনসহ সব সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের জন্য যেসব কমিশন গঠন হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।
তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানাই।
বিএইচ