মৃত্যুশয্যায় জবানবন্দির ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
Published: 2nd, March 2025 GMT
শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত গোলাম জাকারিয়া বাদলের জবানবন্দির একটি ভিডিও ভাইরাল হয়েছে। মৃত্যুর আগে তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের নাম ওই জবানবন্দিতে উল্লেখ করেন।
জানা গেছে, নিহত বাদলের সহকর্মীরা যখন বুঝতে পারেন বাদলের বেঁচে থাকার সম্ভাবনা কম, ঠিক তখনই হাসপাতালে ওই ঘটনায় জড়িতদের নাম জানতে চাইলে বাদল সবকিছু খুলে বলেন। ওই ভিডিওটি এতটাই মর্মস্পর্শী যে, সেটি শুনে শুধু দলীয় নয়, যে কোনো মানুষের চোখের পানি ধরে রাখা কঠিন হবে। ভিডিওটি ধারণের পরপরই পরপারে পাড়ি জমান বাদল।
ভাইরাল ভিডিওতে নিহত জাকারিয়া বাদলকে বলতে শোনা যায়, বিএনপি নেতা লুৎফর লালন, তালহা, মেহেদি, শাওন, সৌরভ, আক্কাস, বিপু ও শাহীন ঘটনায় জড়িত। তারা বারবার বলছিলেন কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলমের কথা। তিনি নাকি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে বাদল হত্যা মামলার আসামি কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী ও সদস্য সচিব ফরহাদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। ওই পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিএনপির সব নেতাকর্মী তাঁর সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। মামলার প্রধান আসামি কারাবন্দি কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং ২ নম্বর আসামি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা লুৎফর রহমান। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি জুবায়দুল আলম। আজ রোববার তিনি বলেন, পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই জড়িতরা ধরা পড়বে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে গোলাম জাকারিয়া বাদলকে কুপিয়ে জখম করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
বাদল শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই ঘটনায় আহত সোহাগ আলম ও রহুল আমিন চিকিৎসাধীন।
নিহত জাকারিয়া বাদলের স্ত্রী পপি বেগমের ভাষ্য, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনি সবকিছু বলে গেছেন। স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
নূরে আলম কারাবন্দি এবং লুৎফর রহমান পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র ব দল র ঘটন য় ল ৎফর
এছাড়াও পড়ুন:
ইলন মাস্ক শিগগির দায়িত্ব ছাড়ছেন, বলেছেন ট্রাম্প
ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো ছিল এই বিভাগের কাজ।
ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর পর মাস্কের পরামর্শে অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত দেশটিতে হৈ চৈ ফেলে দিয়েছিল।
ইলন মাস্কের সরে যাওয়া নিয়ে প্রেসিডেন্টের ওই বক্তব্য সম্পর্কে অবগত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইলন মাস্ক এখন তাঁর ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তার একটি ভূমিকা পালন করবেন।
মাস্ক ও তাঁর বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি দুজনেই এই বিষয়ে একমত হন যে, মাস্কের সরে দাঁড়ানোর সময় হয়েছে।
ডিওজিইর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু চঞ্চল মনোভাবের কারণে ট্রাম্প প্রশাসনের ভেতরের লোকজন এবং প্রশাসনের বাইরের অনেক মিত্র মাস্ককে অপছন্দ করা শুরু করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে। অন্যদিকে বিশ্বের শীর্ষ এই ধনীকে সম্পদের পরিবর্তে রাজনৈতিক দায় হিসেবে দেখতে শুরু করেন ট্রাম্পের দলের রাজনীতিবিদরা।
ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মাঝে–মধ্যে তাঁকে হয়তো হোয়াইট হাউসে দেখা যাবে।