শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত গোলাম জাকারিয়া বাদলের জবানবন্দির একটি ভিডিও ভাইরাল হয়েছে। মৃত্যুর আগে তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের নাম ওই জবানবন্দিতে উল্লেখ করেন।

জানা গেছে, নিহত বাদলের সহকর্মীরা যখন বুঝতে পারেন বাদলের বেঁচে থাকার সম্ভাবনা কম, ঠিক তখনই হাসপাতালে ওই ঘটনায় জড়িতদের নাম জানতে চাইলে বাদল সবকিছু খুলে বলেন। ওই ভিডিওটি এতটাই মর্মস্পর্শী যে, সেটি শুনে শুধু দলীয় নয়, যে কোনো মানুষের চোখের পানি ধরে রাখা কঠিন হবে। ভিডিওটি ধারণের পরপরই পরপারে পাড়ি জমান বাদল।

ভাইরাল ভিডিওতে নিহত জাকারিয়া বাদলকে বলতে শোনা যায়, বিএনপি নেতা লুৎফর লালন, তালহা, মেহেদি, শাওন, সৌরভ, আক্কাস, বিপু ও শাহীন ঘটনায় জড়িত। তারা বারবার বলছিলেন কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলমের কথা। তিনি নাকি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে বাদল হত্যা মামলার আসামি কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী ও সদস্য সচিব ফরহাদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। ওই পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিএনপির সব নেতাকর্মী তাঁর সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। মামলার প্রধান আসামি কারাবন্দি কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং ২ নম্বর আসামি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা লুৎফর রহমান। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। 

মামলার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি জুবায়দুল আলম। আজ রোববার তিনি বলেন, পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই জড়িতরা ধরা পড়বে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে গোলাম জাকারিয়া বাদলকে কুপিয়ে জখম করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

বাদল শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই ঘটনায় আহত সোহাগ আলম ও রহুল আমিন চিকিৎসাধীন।

নিহত জাকারিয়া বাদলের স্ত্রী পপি বেগমের ভাষ্য, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনি সবকিছু বলে গেছেন। স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

নূরে আলম কারাবন্দি এবং লুৎফর রহমান পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র ব দল র ঘটন য় ল ৎফর

এছাড়াও পড়ুন:

ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পীকে চেনেন?

স্টুডিওতে বসে আছেন অভিনেত্রী রিভা আরোরা। ব্যাকগ্রান্ডে বাজছে ‘জান চার ইয়ার’ সিনেমার ‘হোয়াট দ্য লাক’ গানটি। এ গানের শিল্পী মিকা সিং। কিছুক্ষণ পর রিভার কাছে আসেন মিকা। তারপর এ গানের তালে রিভার সঙ্গে রোমান্সে মেতে উঠেন মিকা সিং।

বেশ পুরোনো একটি ভিডিওতে রিভা-মিকার রোমান্সের দৃশ্য দেখা যায়। আড়াই বছর আগে ভিডিওটি ভাইরাল হয়। ফলে তুমুল বিতর্কে জড়ান মিকা। কারণ রিভা ৪৭ বছর বয়সি মিকার চেয়ে ৩৩ বছরের ছোট। অর্থাৎ রিভার বয়স এখন ১৪ বছর।

 

ভারতীয় শিশুশিল্পীদের নাম উঠলে সামনে আসে আহসান চান্না, আমান সিদ্দিকী, দার্শিল সাফারি, সানা সাইদ, জিবরান খান, সিদ্ধার্থ নিগমের মতো তারকাদের নাম। মজার ব্যাপার হলো— এসব শিশুশিল্পীদের অর্থনৈতিকভাবে ছাড়িয়ে গিয়েছেন রিভা আরোরা। এখন ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পী এই ক্ষুদে তারকা।

 

গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাওয়ার অব পাঁচ’ সিরিজের ট্রেইলার। বালাজি টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন রিভা আরোরা। জানা যায়, সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

রিভা আরোরা সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাকে ১১.৫ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। ভারতের যে কজন শিশুশিল্পীর সবচেয়ে বেশি অনুসারী রয়েছে, তাদের অন্যতম রিভা। এ অভিনেত্রীর ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে তার অনুসারীর সংখ্যা ২.০৩ মিলিয়ন।

 

ইন্ডিয়া ডটকম, ডিএনএ, জিকিউ ডটকমের তথ্য অনুসারে, রিভা আরোরার মোট সম্পদের পরিমাণ ৮.২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকার বেশি)। ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পী ছিলেন সারা অর্জুন। ২০২৩ সালের জুনে ১৮ বছর বয়সে পা দেওয়ায় এই তকমা হারান তিনি। তার জায়গা দখল করে নেয় রিভা।

 

রিভার বয়স অনুসারে তার শারীরিক বৃদ্ধি নজরে পড়ার মতো। ফলে এ নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন, সিন্থেটিক গ্রোথ হরমোন ইনজেকশনের মাধ্যমে রিভা নিজের শারীরিক গঠনের বৃদ্ধি ঘটিয়েছে। যদিও তা প্রমাণিত নয়। এজন্য তার বয়স নিয়েও বিতর্কের অবসান ঘটেনি।

 

তবে কয়েক বছর আগে রিভার বয়সের বিষয়ে ইঙ্গিত করে তার মা বলেছিলেন, “আমার মেয়ে এখন দশম শ্রেণিতে পড়ে। ১৩ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে রিভা। অত্যন্ত সততা ও অধ্যবসায়ের মাধ্যমে সবকিছু অর্জন করেছে সে।”

 

রিভা অভিনীত ‘উরি’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পায়। এ সিনেমায় রিভার কান্নার দৃশ্যটি দর্শকের মন কেড়েছিল। জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’ সিনেমায় ছোট গুঞ্জনের চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ায় রিভা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ