মাসব্যাপী ইফতারের আয়োজনের উদ্বোধন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। রবিবার (২ মার্চ) বিকেলে গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন তিনি।

প্রথম দিনে কয়েক শত রোজাদারকে ইফতার করানো হয়েছে। ইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাসব্যাপী ইফতার করানো হবে।

এম মঞ্জুরুল করিম রনি জানান, সারা দিন রোজা শেষে অসহায় মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

জমজমাট কুমিল্লার ইফতার বাজার

স্বাগতম মাহে রমজান!

রোজার প্রথম ৭ দিন ভাওয়াল রাজবাড়ী ময়দানে ইফতারের এই কার্যক্রম চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে টঙ্গী, কোনাবাড়ীসহ নগরের অন্যান্য স্থানে চলবে। এ কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি টিম করে দেওয়া হয়েছে।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রতিদিন কয়েক হাজার এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের কর্মসূচি নেওয়া হয়েছে। গাজীপুর মহানগর বিভিন্ন এলাকা পর্যাক্রমে মাসব্যাপি এ কার্যক্রম চলবে।

ঢাকা/রেজাউল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রমজ ন ইফত র ম সব য প ইফত র

এছাড়াও পড়ুন:

ব্রডি-বেরির চুম্বন, শ্যালামের খালি হাত, আরও যা হলো অস্কারে

আরও পড়ুনঅস্কার নিয়ে যে ১১ বিতর্কিত ঘটনা আপনার জানা দরকার১৮ ঘণ্টা আগে২ / ১০২০০৩ সালের অস্কারের বহুল আলোচিত ঘটনা ছিল অ্যাড্রিয়েন ব্রডি ও হ্যালি বেরির চুম্বন। ২২ বছর পর এবারের অস্কারে পুনরাবৃত্তি হলো সেই চুম্বন। হ্যালি বেরি বলেন, ‘সেবার সে (ব্রডি) শুরু করেছিল। আমাদের দুজনের জন্যই সেটা ছিল খ্যাপাটে মুহূর্ত, এবার আমি সেটা ফিরিয়ে দিলাম।’ এএফপি

সম্পর্কিত নিবন্ধ