ওয়ালটনের ৩ মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন
Published: 2nd, March 2025 GMT
অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন তিন মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করেছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। ফ্রন্ট লোডিং সিস্টেমের নতুন কমার্শিয়াল ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে-৫০ কেজি ধারণ ক্ষমতার ওয়াশার সিএমটিএইচ ৫০ মডেল, ৫০ কেজি ধারণ ক্ষমতার ড্রায়ার সিএমটিসি ৫০ মডেল এবং ১০ কেজি করে ওয়াশার এবং ড্রায়ার সিএমটিডি ডাবলডেক ১০ মডেল।
সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সদর দপ্তরে নতুন মডেলের এসব কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও পরিচালক তাহমিনা আফরোজ তান্না।
সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরো পড়ুন:
১০০ বিসিএস কর্মকর্তার ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন
ওয়ালটন বিশ্বের বুকে বাংলাদেশের অ্যাম্বাসেডর: আইসিবি চেয়ারম্যান
অনুষ্ঠানে ওয়ালটনের পরিচালক এবং হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের মনিটরিং ডিরেক্টর তাহমিনা আফরোজ তানড়বা জানান, প্রতিনিয়ত বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন তাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্য নতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। এসব কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের গ্রাহকপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্রথমবারের মতো দেশে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করেছে।
ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, “ওয়ালটন সদর দপ্তরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সেখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক টাইপের ৩০ মডেলেরও বেশি ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণের তৈরি নতুন মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিনে প্রতি ওয়াশে বিদ্যুৎ সাশ্রয় হয় অনেক।”
“এছাড়া একাধিক ভিন্ন ধরনের ঘূর্ণন কৌশল কাপড়কে কোনো ক্ষতি ছাড়াই ওয়াশ করে। রয়েছে টাচ-স্ক্রিন প্যানেল। স্টেইনলেস স্টিল ব্যবহার করায় ওয়ালটনের এসব ওয়াশিং মেশিন অনেক দীর্ঘস্থায়ী। নতুন মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিনের দাম পড়বে ১৭ থেকে ৩৫ লাখ টাকার মধ্যে।”
জানা গেছে, ওয়ালটনের কমার্শিয়াল ওয়াশিং মেশিনের স্পেয়ার পার্টসে এক বছর ওয়ারেন্টিসহ ফ্রি ইনস্টলেশন সুবিধা দেওয়া হবে।
ঢাকা/সাহেল/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১২ কেজি এলপিজির দাম কমল ২৮ টাকা
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৭৮ টাকা।
সোমবার (৩ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৭ টাকা ৭৪ পয়সা।
বিএইচ