তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদকে শুভেচ্ছা জানিয়েছেন  তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।

ররিবার (২ মার্চ) বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ বলেন, “তিতুমীরকে বিশ্বের সামনে যোগ্যতাসম্পন্ন মানুষ তৈরির কারখানা হিসেবে গড়ে তুলতে চাই। সম্প্রতি এ কলেজকে নিয়ে যেসব চিন্তা-ভাবনা এসেছে, সবগুলোই পজিটিভ। এখানে নেগেটিভের কিছুই নেই। ভবিষ্যতে যদি এ উন্নতিকরণগুলো সম্ভব হয় তাহলে সেটা আমাদের শিক্ষাব্যাবস্থা এবং আমাদের দেশের জন্য উন্নতির সু-ফল হিসেবে কাজ করবে।”

তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, “মর্ডান যুগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্বের মধ্যে বিজ্ঞানসম্মত মানুষ তৈরীর কারখানা হিসেবে গড়ে তুলতেছে চাই।”

ড.

ছদরুদ্দীন আহমদ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে কলেজে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি নীলফামারী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন।

ঢাকা/হাফছা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ত ম র কল জ

এছাড়াও পড়ুন:

সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি: রিজভী

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনসহ সব সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি।

সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের জন্য যেসব কমিশন গঠন হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।

তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানাই।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ