রাত পোহালেই বসবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এর ঠিক আগে অস্কার থেকে সরে দাঁড়ালেন অভিনেতা হ্যারিসন ফোর্ড। এবারের আসরে ঘোষকের ভূমিকায় থাকার কথা ছিল অভিনেতার। কিন্তু এর আগে হঠাৎ কেন সরে দাঁড়ালেন? জেনে নেওয়া যাক ভ্যারাইটি অবলম্বনে।

হ্যারিসনের মুখপাত্র জানিয়েছেন, অভিনেতা সম্প্রতি শিঙ্গলস রোগে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রিপোর্ট হাতে আসার পর জানা যায়, হ্যারিসন এই রোগে আক্রান্ত হয়েছেন। এটা একধরনের ভাইরাল সংক্রমণ। রোগে আক্রান্ত হলে শরীরে র‌্যাশ দেখা দেয়। দেহে ব্যথা শুরু হয়।

এবারের অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করবেন জোয়ি সালদানা, স্যামুয়েল এল জ্যাকসন, রবার্ট ডাউনি জুনিয়র, ডেভ বাতিস্তা প্রমুখ। সেখানে ৮২ বছর বয়সী হ্যারিসনেরও নাম ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।
আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টা থেকে শুরু হবে অস্কার অনুষ্ঠান। এবারের অস্কারেও সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়েছে জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’।

মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে যে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’।

আরও পড়ুনডোনাল্ড ট্রাম্প হয়ে বাজিমাত, অস্কার–দৌড়ে পারবেন কি স্ট্যান১২ ঘণ্টা আগে

শুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। অস্কারে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা আন্তর্জাতিক সিনেমাসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় মনোনয়ন পেয়েছে ছবিটি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইলন মাস্ক শিগগির দায়িত্ব ছাড়ছেন, বলেছেন ট্রাম্প

ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো ছিল এই বিভাগের কাজ।

ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর পর মাস্কের পরামর্শে অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত দেশটিতে হৈ চৈ ফেলে দিয়েছিল।

ইলন মাস্কের সরে যাওয়া নিয়ে প্রেসিডেন্টের ওই বক্তব্য সম্পর্কে অবগত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইলন মাস্ক এখন তাঁর ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তার একটি ভূমিকা পালন করবেন।

মাস্ক ও তাঁর বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি দুজনেই এই বিষয়ে একমত হন যে, মাস্কের সরে দাঁড়ানোর সময় হয়েছে।

ডিওজিইর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু চঞ্চল মনোভাবের কারণে ট্রাম্প প্রশাসনের ভেতরের লোকজন এবং প্রশাসনের বাইরের অনেক মিত্র মাস্ককে অপছন্দ করা শুরু করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে। অন্যদিকে বিশ্বের শীর্ষ এই ধনীকে সম্পদের পরিবর্তে রাজনৈতিক দায় হিসেবে দেখতে শুরু করেন ট্রাম্পের দলের রাজনীতিবিদরা।

ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মাঝে–মধ্যে তাঁকে হয়তো হোয়াইট হাউসে দেখা যাবে।

সম্পর্কিত নিবন্ধ