বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 2nd, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।
রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনস ঘুরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে। অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের।
রোজার মাসে দুই নারীর ওপর হামলার ঘটনায় তিনি বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো।
এছাড়াও রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এম জি
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
দর পতনের শীর্ষে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৯ বারে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১১১ বারে ১০ লাখ ২০ হাজার ৪৬৬ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্টাইল ক্র্যাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬৮ বারে ৩ লাখ ১৫ হাজার ৭৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-আরামিটের ৫.০৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.০৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.৯৪ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.৫৮ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৫৫ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যারের ৪.১৩ শতাংশ ও মিঠুন নিটিংয়ের ৪.১২ শতাংশ দর কমেছে।
এসকেএস