অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য কল ব্যবস্থাপনায় নতুন একটি সুবিধা চালু করেছে গুগল। ফোন অ্যাপের এই আপডেটের ফলে স্প্যাম ও অপ্রয়োজনীয় কল শনাক্ত করা আরও সহজ হবে। নতুন এই সুবিধার আওতায় কলগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কল সহজেই আলাদা করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল ফোন অ্যাপের নতুন হালনাগাদে কলের তালিকা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন অল কল, মিসড কল, কন্ট্যাক্টস, স্প্যাম ও নন-স্প্যাম। এত দিন পর্যন্ত সব কল একই তালিকায় দেখানো হতো। ফলে প্রয়োজনীয় নম্বর খুঁজে পেতে সময় লাগত। নতুন সুবিধার ফলে নির্দিষ্ট শ্রেণির কল সহজে খুঁজে পাওয়া যাবে। তবে আপাতত ইনকামিং ও আউটগোয়িং কল আলাদা করে দেখার সুবিধা নেই।

প্রথমবারের মতো এই সুবিধা ফোন অ্যাপের ১৫৯.

০.৭১৮০৩৮৪৫৭ পাবলিক বেটা পিক্সেল ২০২৪ হালনাগাদে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। শুরুতে এটি কেবল বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। তবে সম্প্রতি গুগল এটি ধাপে ধাপে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে। যেহেতু এটি সার্ভার-সাইড আপডেট, তাই সবার ডিভাইসে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

গুগল সম্প্রতি কল ব্যবস্থাপনায় আরও স্বাচ্ছন্দ্য আনতে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে কল স্ক্রিন ফিচার অন্যতম। এই সুবিধা কল রিসিভ করার আগে স্বয়ংক্রিয়ভাবে কলারের পরিচয় ও কল করার কারণ শনাক্ত করতে পারে। ব্যবহারকারীরা চাইলে এই তথ্য দেখে কল গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারেন। এ ছাড়া রিভার্স লুকআপ টুলের মাধ্যমে অজানা নম্বর শনাক্ত করার সুবিধা রয়েছে।

সূত্র: নিউজ১৮ ডটকম

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত কর

এছাড়াও পড়ুন:

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র।

সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ