অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য কল ব্যবস্থাপনায় নতুন একটি সুবিধা চালু করেছে গুগল। ফোন অ্যাপের এই আপডেটের ফলে স্প্যাম ও অপ্রয়োজনীয় কল শনাক্ত করা আরও সহজ হবে। নতুন এই সুবিধার আওতায় কলগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কল সহজেই আলাদা করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল ফোন অ্যাপের নতুন হালনাগাদে কলের তালিকা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন অল কল, মিসড কল, কন্ট্যাক্টস, স্প্যাম ও নন-স্প্যাম। এত দিন পর্যন্ত সব কল একই তালিকায় দেখানো হতো। ফলে প্রয়োজনীয় নম্বর খুঁজে পেতে সময় লাগত। নতুন সুবিধার ফলে নির্দিষ্ট শ্রেণির কল সহজে খুঁজে পাওয়া যাবে। তবে আপাতত ইনকামিং ও আউটগোয়িং কল আলাদা করে দেখার সুবিধা নেই।

প্রথমবারের মতো এই সুবিধা ফোন অ্যাপের ১৫৯.

০.৭১৮০৩৮৪৫৭ পাবলিক বেটা পিক্সেল ২০২৪ হালনাগাদে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। শুরুতে এটি কেবল বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। তবে সম্প্রতি গুগল এটি ধাপে ধাপে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে। যেহেতু এটি সার্ভার-সাইড আপডেট, তাই সবার ডিভাইসে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

গুগল সম্প্রতি কল ব্যবস্থাপনায় আরও স্বাচ্ছন্দ্য আনতে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে কল স্ক্রিন ফিচার অন্যতম। এই সুবিধা কল রিসিভ করার আগে স্বয়ংক্রিয়ভাবে কলারের পরিচয় ও কল করার কারণ শনাক্ত করতে পারে। ব্যবহারকারীরা চাইলে এই তথ্য দেখে কল গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারেন। এ ছাড়া রিভার্স লুকআপ টুলের মাধ্যমে অজানা নম্বর শনাক্ত করার সুবিধা রয়েছে।

সূত্র: নিউজ১৮ ডটকম

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত কর

এছাড়াও পড়ুন:

বরবাদ ও জংলির টিকেট চাইলেন ইমরান, পেলেন না একটিরও

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো তুমুলভাবে দর্শক টানছে। ফলে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ইমরানও।

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

সম্পর্কিত নিবন্ধ