আদালত চত্বর থেকে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার
Published: 2nd, March 2025 GMT
পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ওপর হামলা করেন বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
গত ১৮ অক্টোবর দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে অজ্ঞাতপরিচয়ে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শহিদুল হক খান পান্না, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। এ ঘটনায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছিলেন। পরে জেলা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন তারা। আদালত আজ তাদের জামিন শুনানির দিন ধার্য করেন। এ খবর পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকেন বিএনপি’র নেতাকর্মীরা। আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। আদালত থেকে আওয়ামী লীগ নেতারা বের হওয়ার সময় বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খান মো.
জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার
১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র।
সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত আসছে...